কেও চাঁদ না হয়েও হয়ে যায় চাঁদনি
কেও রাত হতে চায়
কেও চাঁদ
কেও চাঁদ না হয়েও হয়ে যায় চাঁদনি
আমার আকাশ অন্ধকার
কেও আলো হতে চায়
কেও ঝিলিমিলি তারার রাত
কেও তারা না হয়েও সেজে থাকে জোনাক
আমার চোখে শুধুই অন্ধকার
কেও পাখি হতে চায়
কেও মেঘ
কারো ডানা নেই তবুও উড়তে চায়
আমার মাথার ওপর কোন আকাশ নেই
কেও ভালোবাসা খুঁজে
কেও শরীর
চাহিদা ও প্রাপ্তির পার্থক্য অনেক
আমার শরীরে মমতা নেই আছে অভিলাষ
বুকের বাঁ পাশে নাকি হৃদপিণ্ড থাকে
পাথরের বুকে ভালোবাসা পেয়েছে কে?
ভালোবাসা চেয়ে রক্তাক্ত তুই নিজেতে নিজে
এবার তো মানুষ খুঁজে নে!
"ভালোবাসা চেয়ে রক্তাক্ত তুই নিজেতে নিজে
এবার তো মানুষ খুঁজে নে!" শুভ সকাল এবং শুভ নববর্ষ প্রিয় নির্বাসনের মানুষ।
কেও চাঁদ না হয়েও হয়ে যায় চাঁদনি। সুন্দর একটি শিরোনাম।
হার্ট টাচি কবিতা যাযাবর ভাই।
আপনার কবিতা আমার কাছে সব সময়ই ভাল লাগে জীবনবাবু।