ভেবে পাই না তুই সাজিস কেন

সেজেগুঁজে সবাই সুন্দর
তুই সুন্দর আলুথালু বেশে,
আমি প্রায়শই ভেবে পাই না তুই সাজিস কেন?

ঐ যে লিপস্টিক দিয়ে রাঙা করে রাখিস ঠোঁট!
জানিস কি?
আমার পছন্দ তোর পানি ভেজা ঠোঁট
দেখতে কিংবা চুমু খেতে;

ঐ যে পার্লারে গিয়ে চুলের এত সাজ করিস!
জানিস কি?
আমার পছন্দ টপটপ করে পানি ঝরতে থাকা তোর গোসল ভেজা চুল
দেখতে কিংবা হারিয়ে যেতে;

ঐ যে রংবেরঙের দামি দামি বাহারি শাড়িগুলো পড়িস!
জানিস কি?
আমার পছন্দ তোর টাওয়াল পেঁচানো গোসল ভেজা শরীর
দেখতে কিংবা আদর করতে;

নারীর সৌন্দর্য নারী নিজেই,
সেজেগুঁজে নয়
শরীর দিয়ে নয়,
মন দিয়ে
ভালোবাসা দিয়ে;

তুই সবচেয়ে বেশী ভালোবাসিস আমায়
আলুথালু বেশে আলুথালু হয়ে;

বড্ড ভালোবাসি রে তোকে আলুথালু মেয়ে।

💕

10 thoughts on “ভেবে পাই না তুই সাজিস কেন

  1. শুধু সম্বোধন কিনা জানি না, তবে টোট্যালি আপনার লিখা পড়তে ভালো লাগে। 

  2. নারীর সৌন্দর্য নারী নিজেই, সেজেগুঁজে নয় শরীর দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসা দিয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।