আমি অহংকার খাই দাঁতে কামড়িয়ে,
ইগো?
সেটাই তো আমার অলংকার
ভুল করি, আমি?
হতে পারে কখনো?
এক্ষুনি সরি বল ব্যটা মাথামোটা,
ইগোর দাঁতে কেটে কেটে কামড়ে যাচ্ছি সব সম্পর্ক
একা হচ্ছি কি?
ধ্যাত! ব্যাংকে দেখেছিস আমার অর্থ?
আরে ব্যাটা আয়নায় তাকিয়ে কথা বলে কে রে?
আমার চোখ তো ঐ আকাশে ছড়ানো
কবে দেখেছিস মাটিতে হেঁটেছি আমি?
জুতো জোড়া গুইসাপের চামড়া মোড়ানো,
আরে মানুষ আবার মাটির হয় নাকি?
আমি রক্তে মাংসে গড়া
চামড়াটা শুধু একটু মোটা
আর অহংকারে মোড়া,
আর ইগো?
সেটাই তো রে আমার অলংকার;
আমি আকাশ খেতে খেতে নীল খেয়ে ফেলি
জ্যোৎস্না খেতে খেতে চাঁদ
ইগোর তারায় আকাশ পোড়াই
অহংকারে ওড়াই রাত;
কোন এক কালো জ্যোৎস্না রাতে
কামড়াতে কামড়াতে চাঁদটাকে অর্ধেক খাওয়া হতেই
যদি বোধোধয় হয়,
বাকি জ্যোৎস্নাটুকু কি আমায় অর্ধচন্দ্র দেবে?
অহংকারে মুড়ে;
আয়না দেখব না আমি সেদিনও,
যদি লজ্জা করে!
💂
অসাধারণ রোম্যান্টিক ভাবনার প্রকাশ প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
দারুণ একটি প্রতীকী লেখা উপহার দিয়েছেন। প্রশ্ন হলো জীবনের সাথে মেলে কি জীবন বাবু !!
এক্সিলেন্ট এ্যানালাইসিস।
এ ক্রিয়েশন অব ম্যাজিক্যাল ওয়েভ।