প্রিয় সুধীমণ্ডলী : আমি সমালোচিত আমি বিতর্কিত
এই সময়ে যদি কেউ
এই সময়ের প্রতিষ্ঠিত কবিদের মতো
কবিতা লিখে ফেলেন
কিংবা তিনি যদি পেয়ে যান
কবিতার প্রচলিত কোনও এক ছঁক
তবে তিনি পেয়ে যেতে পারেন
বাহবা কিংবা মারহাবা
অথচ অনেকেরই এই কথা মনে থাকে না
ওই ছঁকে রচিত হয়েছে কবিতা কতখানা!
আমরা কেউ কেন মনে করি না?
প্রথাগত কবিতার সময় যে এটা না!
কেন সাজাই না কবিতা ভিন্নরূপে?
কেন আনি না কবিতায় ভিন্ন বিষয়!
একটা দীর্ঘ কাহিনী লিখলেই কী হয়ে যায় উপন্যাস?
ছন্দে বা গদ্যে আবেগের প্রকাশই কী কবিতার উচ্ছ্বাস?
আমরা মৌলিকত্ব সৃষ্টি করতে চাই না
যদি কোনও ছোট অংশ তা চায়
তাদের পদে পদে বাঁধা
আর পথে পথে কাঁটা
তাদের পথ বড়ই পিচ্ছিল
তারা বুঝে ফ্যালে
এখানে মৌলিকত্ব সৃষ্টি করা নিষেধ
এখানে অতিক্রম করা নিষেধ
এখানে প্রথার সাথে তাল মিলিয়ে চললেই
জুটে যেতে পারে অভাবনীয় এক পুরস্কার।
হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনায় নজরুল
এ বুলি শিখিয়ে আমরা কি করছি না মহাভুল?
একজন রবীন্দ্রনাথের পর
বাঙলা সাহিত্যে আর কিছু কী চাওয়ার আছে?
একজন নজরুলের পর
আমাদের আর কোনও চেতনার প্রয়োজন কী আছে?
প্রতিদিন ফেসবুকের নিউজফিড জুড়ে
তৈরি হয় কবিতা নামক অজস্র সৃষ্টি
কেউ কেন বলেন না, তার বেশির ভাগই
স্বল্প কবিতা পড়ুয়া কবি সমাজের পুরাতন সৃষ্টি।
প্রিয় সুধীমণ্ডলী,
আমি জানি আজ থেকে আমি হয়তো হয়ে যাবো
তীব্র কথার সমালোচিত
ক্ষিপ্র চোখের নিন্দিত
রক্ত চক্ষু সমূহের চক্ষুশূল
কিংবা হয়তো আটকে যাবো
সাহিত্যের কোনও এক ব্ল্যাকহোলে
কিন্তু তবুও বলে যাবো তরুণ প্রজন্মকে
এ সমাজকে তুচ্ছ করে এগিয়ে যাও
ভেঙে দাও মৌলিকত্ব বিরোধী এ সমাজ
ছুড়ে ফেলে দাও অনুকরণ আর পুনরাবৃত্তি
অতিক্রম করো শুরু হোক নব জাগৃতি।
যেখানে ঝাঁপিয়ে পড়তে ভয় পান বিজ্ঞ জনেরা
সেখানেই ঝাঁপিয়ে পড়ে নিশ্চিন্তে নির্বোধ’রা
এই বাংলায় আমার মতো নির্বোধ আমি আর দেখি না
তাইতো ওইসব বিষয়ে কলম ধরতে আমি ভয় করি না।
প্রতিদিন ফেসবুকের নিউজফিড জুড়ে
তৈরি হয় কবিতা নামক অজস্র সৃষ্টি
কেউ কেন বলেন না, তার বেশির ভাগই
স্বল্প কবিতা পড়ুয়া কবি সমাজের পুরাতন সৃষ্টি।
অসংখ্য সব প্রশ্ন আর জীবন ভাবনার শাব্দিক প্রকাশ প্রিয় কবি ইলহাম দা।
সাধারণত বলা হয় না। তেমন কিছু কথাই বেশ সতর্কতার সাথে বলে দিয়েছেন।
একটা দীর্ঘ কাহিনী লিখলেই কী হয়ে যায় উপন্যাস?
ছন্দে বা গদ্যে আবেগের প্রকাশই কী কবিতার উচ্ছ্বাস?
না তা হয় না কবি ইলহাম ভাই। সাধনার প্রয়োজন।
যাপিত জীবনের বিশ্লেষণ।