সেই থেকে আর জ্যোৎস্নার ডাক শুনি নি আজো

সে অনেক অনেক দিন আগেকার কথা,
একদিন খুব হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল তোর সাথে
প্রথম দেখাতেই ভালো লাগা
তার থেকে ভালোবাসা
সেই থেকে কবিতা;

একদিন অনেক সাহস করে তোকে ভালোবাসি বলতেই
ফিক করে হেসে দিয়েছিলি তুই
সেই প্রথম আমার মুক্তো দেখা
তারপর থেকে আমি আর কখনো ঝিনুক কুড়োই নি;

একদিন তুই অভিমানে কেঁদে ফেলতেই আমার হীরক দর্শন
আমি দু আঙুলে দুটি হীরকখণ্ড নিয়ে দুটো স্বচ্ছ কাঁচের বোতলে ভরে রেখেছিলাম
আজো বোতল দুটো সযতনে রেখে দিয়েছি আমি;

একদিন তুই খুব রাগ করতেই দুপুর সূর্য ধাঁধিয়ে দিয়েছিলো আমার দুচোখ
সেই থেকে প্রেম দেখা হয় নি আর কখনো;

একদিন তুই অনেক বকা দিয়ে চলে যেতেই
স্তব্ধ বধির হয়েছিলাম আমি
সেই থেকে আর জ্যোৎস্নার ডাক শুনি নি আজো;

এখনো খুব মাঝে মাঝে মন খারাপ হলে
আমি চলে যাই
পাহাড়ের কাছে
জানিস! পাথরেও হৃদয় আছে
সেও কাঁদে,
কেন, ঝর্ণা দেখিস নি?

মাঝে মাঝে তোর কথা খুব মনে হলে
আমি চলে যাই
সাগরের কাছে
কান্না ধুয়ে নিতে;

বছরে এক দুবার যখন তোর কথায় বুকে ঝড় ওঠে
আমি খুঁজে খুঁজে ছুটে যাই ঝড়ের মাঝে
বুঝে নিতে কে বেশী লণ্ডভণ্ড করে আমায়;

আজ লণ্ডভণ্ড ঝড়ের রাতে
কেন যেন আবার আমি প্রেমে পড়ে গেলাম,
জানিস কার?
নতুন করে আবারও তোর;
হ্যাঁ রে,
ঝড়কে বুঝতে গিয়ে
আবারও তোকেই লণ্ডভণ্ড ভালোবেসে ফেললাম;

এবার যতই লণ্ডভণ্ড করিস না কেন,
আমার কিছুতেই কিছু যায় আসে না;

একটা কবিতা শুনবি?
নাহ্ থাক,
তোর রাত আর লণ্ডভণ্ড করব না;

তুই ঘুমা।

____________________________
সমুদ্র বিলাস ড. হুমায়ুন অাহামেদ রেষ্ট হাইজ।

8 thoughts on “সেই থেকে আর জ্যোৎস্নার ডাক শুনি নি আজো

  1. এমন আন্তরিক কথোপকথনে মুগ্ধতা প্রকাশ ছাড়া বাকি থাকে কি ! !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সেই থেকে আর জ্যোৎস্নার ডাক শুনি নি আজো।

    যেভাবে আপনার লিখা চলছে তাতে কোন ক্ষতি হয় নাই কবি যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. :( 

      ক্ষতির কি হিসাব কষা যায় দাদা? 

       

       

  3. অসাধারণ কবিতা এমন লিখাকেই বলবো আমি। :)

    1. লইজ্জা দিয়েন না রে ভাই 

      অনেক ধন্যবাদ 

  4. চমৎকার প্রিয় কবি জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।