কোথায় আছে প্রত্যাশা নামের মেয়েটি? কেমন আছে?

কিছু না কিছু প্রত্যাশা থাকে সবার কাছেই
কিছু প্রত্যাশা থাকে সবার মাঝেই,
আমার নেই কেন?

আকাশের কাছে প্রত্যাশা নীলের
কিছু প্রত্যাশা মেঘের
কিছু বৃষ্টির,
পাহাড়ের কাছে প্রত্যাশা ঝর্নার
কিছু প্রত্যাশা পাথরের
কিছু সবুজের,
সাগরের কাছে প্রত্যাশা ঢেউয়ের
কিছু প্রত্যাশা লবণের
কিছু নীলের,
সুরের প্রত্যাশা বাঁশির কাছে
হারমোনিয়ামের কাছে
ভায়োলিনের কাছে,
শিল্পীর কাছে প্রত্যাশা শুধুই গানের
চাঁদের কাছে জ্যোৎস্নার
দিনের কাছে সূর্যের
রাতের কাছে ঘুমের
প্রেমিকের কাছে প্রত্যাশা ভালোবাসার
তোর প্রত্যাশা আমার কাছে আসার,
আর মানুষের কাছে প্রত্যাশা শুধুই মানবতার;

জানিস!
অনেক অনেকদিন আগে প্রত্যাশা নামের একটা মেয়ে ছিলো,
আমাকে নাকি খুব ভালোবাসতো
তারপর অনেকদিন ধরে
ক্রমাগত পাথরের গায়ে ভালোবাসার প্রত্যাশা ঘষে ঘষে
প্রত্যাশার মন থেকে নাকি প্রত্যাশাই খসে গিয়েছিলো,
ভালোবাসার প্রত্যাশা;
কোথায় আছে প্রত্যাশা নামের মেয়েটি?
কেমন আছে?
কখনো জানা হয় নি
কখনো জানতে ইচ্ছে করে নি;

আমার কোন প্রত্যাশাই নেই
কারো কাছেই,
আমি বোধহয় মানুষ নই;

যত ভালোবাসার ছবিই আঁকিস না কেন
আর যত প্রত্যাশাই তোর মনে থাকুক না কেন!
কখনো ভালোবাসার প্রত্যাশা করিস না আমার কাছে
কিংবা মানবতার।

ছবি – Mimo Sukh

10 thoughts on “কোথায় আছে প্রত্যাশা নামের মেয়েটি? কেমন আছে?

  1. সংবেদনশীল কবিতা। এমন কবিতায় আবেগাপ্লুত হতেই হয় জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আজকের কবিতাটি অনেক বেশী সার্থক বিবেচনা করি মি. নির্বাসনের মানুষ। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কি জানি ভাই!  

      ওগুলি বুঝি না :( 

  3. যত ভালোবাসার ছবিই আঁকিস না কেন
    আর যত প্রত্যাশাই তোর মনে থাকুক না কেন!
    কখনো ভালোবাসার প্রত্যাশা করিস না আমার কাছে।

    এই পর্যন্ত ঠিক আছে। শেষ লাইনটা উইদড্র হবে। মানবিক হোন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মানুষের কাছে প্রত্যাশা মানবতার, 

      ওখানে আমি কোথায়? :( 

       

       

  4. কবিতাকে তো একদম শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধ্যাত! লইজ্জা দিয়েন না দাদা।  

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।