আমি চিনতে পারি না নিজেকে নিজে

শরীরটাই সকল সমস্যার মূল;

শরীরে ক্ষুধা আসে
মানুষ খাদ্য খোঁজে
শরীরে কাম আসে
মানুষ শরীর খোঁজে

ক্ষুধা শরীরে সবচেয়ে বড় শত্রু
পেটের ক্ষুধা কিংবা শরীরের,
তারপর একে একে রিপুগুলো ভর করে শরীরে
মানুষ রিপুর দাসত্ব করে,
অমানুষের সৃষ্টি হয় মানুষই মাঝে,
তোমরা অমানুষ দেখেছ?
আমাকে দেখ;

পেটের ক্ষুধা মিটে গেলেই রিপুগুলো প্রায়শই আমাকে অমানুষ বনিয়ে ফেলে
আমি চিনতে পারি না নিজেকে নিজে;

কাম থেকে শুরু
ক্রোধ ভর করে যে কোন অপ্রাপ্তিতে
লোভ লালসা তো মানুষেরই রন্ধ্রে রন্ধ্রে
মোহের হাতছানি উপেক্ষা করতে পেরেছে কে কবে?
মদ তো অনেক পুরাতন হয়ে গেছে, আজকাল হাতছানি নতুন নতুন নেশার
মাৎসর্য কিংবা পরশ্রীকাতরতা আমাদের রক্তে থাকে মিশে;

আমি জানি রিপুগুলো তোমাদের মাঝে নেই,
আছে কি?
আয়না কি কিছু বলে?
বলে না?
তবে আমায় দেখ,
মানুষের অবয়বে রিপুতে ডুবে থাকা অমানুষ।

14 thoughts on “আমি চিনতে পারি না নিজেকে নিজে

  1. পেটের ক্ষুধা মিটে গেলেই রিপুগুলো প্রায়শই আমাদের অমানুষ বনিয়ে ফেলে। চিনতে পারি না নিজেকে নিজে। সত্য এবং আমাদের অনেকের বাস্তবতা মি. যাযাবর জীবন।

    1. কেও আয়না দেখে কথা বলে না ভাই :( 
      সবার রিপু দেখে 

  2. একান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবি যাযাবর জীবন। 

  3. শরীর বাদ দিয়ে মন আলাদা করা সম্ভব নয়। তারপরও বলি রিপু যন্ত্রণাকাতর মানুষের মধ্যে কোন ভালোবাসা থাকতে পারে না। থাকে লালসা চরিতার্থের কূ কৌশল। 

  4. মানুষ নির্মোহ নয়। মানুষে তাড়ণা থাকবেই। কতটুতু সেটা নিজেকে নিজে আগে জানে।

  5. রিপুর তাড়না থাকবেই।কিন্তু বিবেক যেনো লুপ্ত না হয়

    1. হুম 

      সেটাই আসল 

      বিবেক আজকাল হ্যারিকেন দিয়ে খুঁজে মেলা ভার
      চারিদিকে যা দেখছি আজকাল

       

       

  6. সব থাকুক। সাথে থাকুক ভালোবাসাও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসাটুকু থাকলে আর কি লাগে দাদা? 

       

      ভালো থাকুন

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।