দূরে, হারিয়ে যাওয়ার আগে
আমাকে বহন করে নিয়ে চলেছ তুমি,
জলঝাপ্টা এসে পড়ছে গাড়ির সামনের গ্লাসে,
হুড খোলা গাড়ি আমার পছন্দের নয় জেনে
তোমার গাড়ির মিররেই ধারণ করেছ,
আমার জন্য সূর্যালোক।
.
সিলভার কালারের টয়েটো ছুটে চলেছে
তীব্র গতিতে, ঘন্টায় পঁচাত্তর মাইল
ভেদ করে মিটার ছুঁয়েছে পঁচাশি মাইল!
বুঝাই যাচ্ছে না কে কা’কে স্পর্শ করছে-
গাড়ির গতি, বৃষ্টিজ্জ্বোল রোদকে,
নাকি আমার আঙুল অনুভব করছে তোমার
গ্রীবার উষ্ণতা !
.
দূরে, হারিয়ে যাওয়ার আগে মেঘও
আকাশের কপালে চুমু খায়। বর্ষা পরখ
করে ঢেউয়ের উজ্জ্বল হাত।
.
রামাপো নদীর তীর ঘেঁষে ছুটে চলেছে
তোমার গাড়ি, হাওয়ায় চুল উড়ছে তোমার-
আমি ফুল ভলিউমে শুনছি –
বাউল শাহ করিমের গান,
‘মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে’ ….
.
আমাদের আপাতত গন্তব্য ‘গ্রাউন্ডস ফর স্কাল্পচার’
শিল্পিত পাথরগুলো প্রেমে ও পরিণয়ে যেখানে
দাঁড়িয়ে থাকে মানুষের মুখোমুখি,
যেখানে আমেরিকার ঘাসকূল, নিমগ্নতায়
বিলিয়ে দেয় তাদের বুকের সজীব উত্তাপ।
@
নিউইয়র্ক / ১৮ জুলাই ২০১৯
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।
ভালোই লাগলো আপনার দূরে হারিয়ে যাওয়ার আগে কবিতা। মুগ্ধ হলাম।
সুন্দর গাঁথুনিতে মনোমুগ্ধকর একটি কবিতা। পাঠে মুগ্ধতা রেখে গেলাম। লেখককে শুভেচ্ছা
।
ধন্যবাদ।
সুন্দর।