জলের কাব্য

abs

নারী চায় জল
জল চায় নারী, উষ্ণ কিম্বা শীতল
সমুদ্র ঝর্ণা নদী, সান বাঁধা পুকুর।

যদিও জলের বুকে কাঁপে ছাঁয়া
কাঁপে চাঁদ সূর্য্য হৃদয়
তবু নারী জল চায়, ছুঁয়ে দেখে
আঙ্গুলে তোলে ঢেউ, বিষণ্ন হয়, হাসে কাঁদে।

জল ভাঙ্গে-
জলের স্রোতে নারী হয় মা,
চোখে নামে জল, নারী কাঁদে
চোখে নামে জল, নারী হাসে

জল চায় নারী
নারীও চায় জল
জল-ই জানে নারীর উজান ভাটি
ভিতর বাহির হৃদয় ও মন।

2 thoughts on “জলের কাব্য

  1. চমৎকার সাবলীল উপস্থাপন
    ভালো লাগলো অপরিসীম।

  2. তবু নারী জল চায়, ছুঁয়ে দেখে
    আঙ্গুলে তোলে ঢেউ, বিষণ্ন হয়, হাসে কাঁদে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।