আমরা আসলে বরাবরই উর্বর মস্তিস্কমনা জাতি।
খেলতে ভালোবাসি মানুষকে নিয়ে।
খেলতে ভালোবাসি মানুষের তর্ক বিতর্ক নিয়ে
মানুষের চিন্তাভাবনা নিয়ে খেলতে ভালোবাসি
অন্যের সমালোচনা করতে ভালোবাসি
অন্যকে আঘাত করতে ভালোবাসি
অন্যের দুর্বলতাকে নিয়ে উপহাস করতে ভালোবাসি
আর ভালোবাসি নিজেকে।
কিন্তু নিজের পার্সোনালিটিকে ভালোবাসি না।
নিজের বিবেক বিবেচনাবোধকে ভালোবাসি না।
নিজেকে নিয়ে প্রশ্ন করতে পছন্দ করিনা।
নিজের সমালোচনা শুনতে পচন্দ করিনা।
নিজের অযোগ্য ভাবনাগুলো কি তা নিয়ে
কেউ ভাবতে পারিনা।
অন্যের ময়লা নাড়াচাড়া করা আমাদের এএক অদ্ভুদ স্বভাব।
আমরা কি কখনো স্বাভাবিক হতে পারিনা ?
আমরা কি পারিনা নিজের মর্যাদাকে সম্মান করতে ?
আসলে আমরা সবই পারি পারিনা শুধু চিন্তা করতে
কেন আমার নিজের ব্যক্তিক্তভাবনাকে নিম্নগামী করি।
অথচ আমরা চাইলে সবই পারি পরিবর্তনের পরিবর্তন ঘটাতে।
7 thoughts on “উর্বর চিন্তার মানুষ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমাদের না চাওয়া গুলোর প্রকাশ না চাইতে বেড়িয়ে আসে, আবার চাওয়ার অনেক বিষয়ই না চাইতেই শুরু করে দেয়া যায়। প্রয়োজন মনোস্থিরতা; চাই একাগ্রতা। উর্বর মানসিকতাকে আয়ত্ব করতে হবে যা কিছু মঙ্গল সেই বিবেক এবং বুদ্ধির প্রয়োগ দিয়ে। বেশী কিছু নয়।
আমাদের ভাবনাগুলোকে যদি পরিবর্তন করতে পারি তাহলে সমাজ অনেক দায়বদ্ধতা মুক্তি পাবে।
দায়বদ্ধতা মুক্তির থেকে বেশী প্রয়োজন দায়বদ্ধ না হওয়া।
সুন্দর লেখা শুভ কামনা থাকলো।
সহমতে আছি।
এখন প্রয়োজন নিজেকে বদলানো। চেষ্টা করে যাচ্ছি।
বেশ ভালো লিখেছেন এবং ভালো লাগা রইল।
আমরা চাইলে সবই পারি পরিবর্তনের পরিবর্তন ঘটাতে। ” খুব ভালো লিখেছেন,, শুভেচ্ছা রইল!
আমরা চাইলে সবই পারি