যতই করো ভ্রুর প্লাক
আলতা গালের ভঙ্গি
মনির কাবাব যতই খাও
নেত্রী তুমি জঙ্গি
দাম বাড়ছে নিত্য গ্যাসের
বাড়ছে তেলের দাম
দামের চাপে ঝরছে শুধু
আমজনতার ঘাম
শীতাতপের আরাম ঘরে
বসে কাট ছক
ঘোলাজলে মনির খেতে
কেমনে হবে বক
মনির বদর খুব খেয়েছ
বন্ধ করো খাবার
জঙ্গি থেকে কেমনে তুমি
মানুষ হবে আবার
এই চিন্তা মাথায় রেখে
নাও চেয়ে নাও ক্ষমা
নইলে শেষে এই জনতা
জাগবে তিলোত্তমা
ভ্রুর প্লাকে ভুলবে না যে
মেখেই দেবে কালি
ক্রোধে দেবে গালি তারা
তুই রাজাকার, শালী…
ছন্দ লিখায় কোন স্তবকেই দ্বি মতের সুযোগ নেই। মনের কথাই বলেছেন।