শিকল পরা গান গাই

Shikol-Bhangar-Chora

ভাল আছেন বলা কথাটার
স্বাধীনতা করেছেন খর্ব-
কেমন করে আর জানবো
ভাল আছি থাকার গর্ব !!

স্বাধীনতা হায় স্বাধীনতা-
আমার হলো শুধু অগ্নিঝরা দাবানল
সবটুকু ভাল থাকার জানারা-
আজ আর্তনাদ পরেছে পরাধীনতার শিকল;

হায় স্বাধীনতা হায় স্বাধীনতা-

ইচ্ছাঘড়ির স্বপ্নরা খেলা করে
রোজ দক্ষিণা উঠান জুড়ে-
চাঁদের আলোই পরশ ছুঁয়ে যায়
গর্বের মেলায় বিষুবরেখার সুরে-
খর্বের গায়ে শিকল পরা গান গাই!

হায় স্বাধীনতা -হায় স্বাধীনতা !
০৭/০৩/১৭

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “শিকল পরা গান গাই

  1. youtube.com/watch?v=qIMfY7UX4fQ

    স্বাধীনতা আমার অহংকার। শৃঙ্খলিত বাঁধনের স্বাধীনতা থেকে মুক্তি চাই।

    1. এমন স্বাধীনতা না যে স্বাধীনতাকে খর্ব করে——-
      অনেক শুভেচ্ছা রইল মুরুব্বী দা

  2. অনেক শুভেচ্ছা নিবেন প্রিয় আলমগীর ভাই।

    1. জ্বি আনু দা অনেক শুভেচ্ছা নিবেন————-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. হায় স্বাধীনতা -হায় স্বাধীনতা !

  4. ইচ্ছাঘড়ির স্বপ্নরা খেলা করে
    রোজ দক্ষিণা উঠান জুড়ে-
    চাঁদের আলোই পরশ ছুঁয়ে যায়
    গর্বের মেলায় বিষুবরেখার সুরে-
    খর্বের গায়ে শিকল পরা গান গাই!

    * প্রিয় কবি, শুভ কামনা নিরন্তর….

    1. জ্বি দাদা শুভেচ্ছা ও অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।