স্পর্শ করো আমূল স্তব্ধতায় অনুভবের এই সুখ কৈশরের স্মৃতিভার
সত্তায় ভুলো নিশি পাওয়া আধো-বোধ দুর্বিপাক- নিবিড় পরম্পরায়।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
স্পর্শ করো আমূল স্তব্ধতায় অনুভবের এই সুখ কৈশরের স্মৃতিভার
সত্তায় ভুলো নিশি পাওয়া আধো-বোধ দুর্বিপাক- নিবিড় পরম্পরায়।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দিঘীর জলে ঝিকিমিকি ঢেউ করে ছোটাছুটি
সারিতে সাজানো আমড়া পেয়ারা মটর সুটি।
আল ধরে চলে ছোট্ট শিশু গুটিগুটি
কোয়ালা কোকিলা কাজরী গায় শোনে বনানী
কি মায়া ছড়াল পথের ধারে শিরিষ মেহগনি।
ক্লিক দিলাম মুরুব্বী কী যে হলো ঠাহর করতে পারলাম না। হা হা হা।
পোস্টে ওয়ান আউট অব ফাইভ রেটিং কাউন্ট হলো।
হোমপেজ শীর্ষ রেটিং এর একটি ঘর আছে। লক্ষ্য করুন।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ঔপন্যাসিক জিল্লুর রহমান ভাই। ধন্যবাদ।
কে যেনো চেয়ে থাকে অবিরাম চুপে
সব হারায়েছি আমি সবার অগোচরে –
আপনার অণুলিখন থেকে আমি যেম পরাবাস্তব আনন্দ পাই।
অনেক শুভেচ্ছা ও ভালবাসা নিবেন স্যার
অসংখ্য ধন্যবাদ মি. আনু আনোয়ার। খুশি হলাম।
দারুন।
ধন্যবাদ প্রিয় বন্ধু ফকির আব্দুল মালেক।