মাঝ আকাশে লম্বালম্বি সূর্যতাপ আর অক্ষর কালো অন্ধ রাত; অথর্ব অথবায় …
চেনা জানার অসম্ভব চক্রযানে সবই আজ … বৃত্তাকার অথবা সংসার সমান্তরাল।
আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে কবিজনও তাঁর মতো করে বলেছেন :
সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।
অন্তরযামী, ক্ষমো সে আমার, শূন্য মনের বৃথা উপহার-
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।
ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে-
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।
সহসা একদা আপনা হইতে, ভরি দিবে তুমি তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।
youtu.be/-3vikUP0WBI
.
.
.
__________________________
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।
‘অন্তরযামী, ক্ষমো সে আমার, শূন্য মনের বৃথা উপহার-
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।’
এ যুগের গান লিখে রেখে যাই

পাখির কূজনে উত্তর ফাল্গুনে,
জানি তুমি সেদিন জানবে না আমায়,
রাখবে না মনে।
‘ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে-
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।’
গানটি প্রথম শুনলাম । ধন্যবাদ
স্বাগতম মিতা। কথা কাব্যের এই স্বর-সুর যত শুনি মন বিষণ্ন হয়ে উঠে।
সহসা একদা আপনা হইতে, ভরি দিবে তুমি তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।——
একদিকে আছে প্রেম, অন্য দিকে প্রাথনা ।
একদিকে আছে প্রেম, অন্য দিকে প্রার্থনা।
আহা! মন ভরে গেলো
শুভেচ্ছা প্রিয় শব্দ বন্ধু রিয়া রিয়া।
মন্তব্য করার মতো ভাষা আমার নেই …. শ্রদ্ধাজানবেন শ্রদ্ধেয়||!!
সম্মান জানবেন প্রিয় সম্মানিত সালজার রহমান সাবু। ধন্যবাদ।
মন ভরে গেলো