ব্লগবুক অণুলিখন ৩৪

মাঝ আকাশে লম্বালম্বি সূর্যতাপ আর অক্ষর কালো অন্ধ রাত; অথর্ব অথবায় …
চেনা জানার অসম্ভব চক্রযানে সবই আজ … বৃত্তাকার অথবা সংসার সমান্তরাল।

Divider 7a

আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে কবিজনও তাঁর মতো করে বলেছেন :

12472369_1zz3709218_n

সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।

অন্তরযামী, ক্ষমো সে আমার, শূন্য মনের বৃথা উপহার-
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।

ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে-
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।

সহসা একদা আপনা হইতে, ভরি দিবে তুমি তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।

youtu.be/-3vikUP0WBI

.
.
.
__________________________
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

13 thoughts on “ব্লগবুক অণুলিখন ৩৪

  1. সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
    তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।

    1. ‘অন্তরযামী, ক্ষমো সে আমার, শূন্য মনের বৃথা উপহার-
      পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।’

  2. এ যুগের গান লিখে রেখে যাই
    পাখির কূজনে উত্তর ফাল্গুনে,
    জানি তুমি সেদিন জানবে না আমায়,
    রাখবে না মনে।

    1. ‘ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে-
      নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।’

    1. স্বাগতম মিতা। কথা কাব্যের এই স্বর-সুর যত শুনি মন বিষণ্ন হয়ে উঠে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  3. সহসা একদা আপনা হইতে, ভরি দিবে তুমি তোমার অমৃতে,
    এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।——
    একদিকে আছে প্রেম, অন্য দিকে প্রাথনা ।

    1. একদিকে আছে প্রেম, অন্য দিকে প্রার্থনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

  4. মন্তব্য করার মতো ভাষা আমার নেই …. শ্রদ্ধাজানবেন শ্রদ্ধেয়||!!

    1. সম্মান জানবেন প্রিয় সম্মানিত সালজার রহমান সাবু। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।