ডাক দিয়ে যাই……


যদি চলে যাই না ফেরার ঠিকানায়
তবে ক্ষমা করো সখী-
কখনো ভুলোনা আমায়; পৃথিবীর সীমানায়
ভালোবাসার তারা হয়ে রাতের আকাশে দেবো উঁকি
তুমি অপেক্ষায় থেকো প্রিয়তমা
মন দেয়া নেয়ার হিসেব রয়েছে যে বাকী।

দা উ দু ল ই স লা ম।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “ডাক দিয়ে যাই……

  1. আপনার প্রতিটি লেখা অনেক আবেদনময়।
    এ লেখাটি দারুন প্রেমময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।