বাঁচাও

সৈয়দ আবিদ আনোয়ার। এনজিওর প্রকল্প পরামর্শক। আন্তর্জাতিক সংস্থাগুলো এক নামে চেনে। খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, অর্থ-যশ সবই অর্জন করেছেন। ইদানিং অবসর নিবার কথা ভাবছেন।

তিনি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। এগারো তলার ফ্ল্যাটের দখিনমুখী বারান্দায় ইজিচেয়ারে গা এলিয়ে ইন্সট্রুমেন্টাল আর রাগপ্রধান গান শুনেন। পনেরো দিন আগে লক্ষ্য করলেন এক সুঠাম যুবক কাচুমাচু হয়ে ইজিচেয়ারের বাম পাশে দাড়িয়ে আছে-
: কি চাই?
: স্যার, একটা প্রকল্পের ব্যাপারে এসেছি।
: কি প্রকল্প?
: পরিবেশ বিষয়ক।
: ও আচ্ছা! পরে শুনবো।
তিনি চোখ বন্ধ করে গান শোনায় মন দিলেন।

গত পনেরো রাত ধরে যুবক এসে অপেক্ষা করে। আজ আবেদ সাহেবের মন বেশ ফুরফুরে। ইয়ান্নির পিয়ানো শুনছেন। চোখ বন্ধ রেখেই যুবককে পাশের চেয়ারে বসার ইংগীত করলেন-
: বসো। তোমার প্রকল্পের বিষয়টা কি!
: স্যার, পরিবেশ দূষণে আমাদের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। রক্ষা করুন।
: নাটকের ডায়লগ না দিয়ে- সহজ করে খুলে বলো।
: স্যার, আমরা বৃক্ষচারী প্রাণী। গাছ কেটে কেটে আমাদের বাসস্থান ধ্বংস করা হচ্ছে।
: দু:খজনক, তারপর?
: বাতাসে সীসার পরিমাণ বাড়ার ফলে চলাফেরা করতে পারিনা। চামড়ায় এবং হৃদপিন্ডে নিরাময় অযোগ্য ইনফেকশনের মহামারিতে মরে মরে সব শেষ।
: পরিকল্পিত গণহত্যা! মর্মান্তিক। বলে যাও-
: স্যার, পরিবেশ দূষণ আর প্রযুক্তির পরিকল্পনাহীন অবাধ বিস্তারে আমরা এখন মহাবিপন্ন জাতি। ইতোমধ্যে আমাদের বিভিন্ন প্রজাতি হারিয়ে গেছে। অল্প কয়েকজন বাংলাদেশ-বার্মা সীমান্তে আর দূর্গম পার্বত্য অঞ্চলে কোনমতে বেঁচে আছি।
: হৃদয়বিদারক- বলে যাও!
: স্যার, ফরমালিন গ্রহন করা লাশগুলো দ্রুত না পঁচায় আর শ্মসানগুলোকে ইলেক্ট্রিক করায় কেউ জন্মাচ্ছে না। অন্যদিকে সবাই প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছি। টেস্টটিউব আর হারবাল চিকিতসাতেও কাজ হচ্ছে না।
: ক্রাইম এগেইনস্ট সিভিলাইজেসন- আর কিছু বলার আছে?
: স্যার, গোদের উপরে বিষ ফোড়ার মত এফএম রেডিওর ভুল অনুষ্ঠান আমাদের সামাজিক শৃংখলা ভেংগে দিচ্ছে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে।
: সাংস্কৃতিক অগ্রাসন- সবইতো শুনলাম। তা বাবা তুমি কে?
: স্যার, আমি ‘নিখিল বাংলাদেশ ভুতাধিকার আদায় ও বাস্তবায়ন পরিষদ’-এর বিপ্লবী সভাপতি। এছাড়া ভুত বাঁচাও আন্দোলনের সম্মানীত আহ্ববায়ক।
: গ্লাড ট্যু মিট উইথ ইউ।
: স্যার, এনজিওর মাধ্যমে পরিবেশ রক্ষার কার্যকর কিছু প্রকল্প নিন- মহাবিপন্ন বাংগালী ভুত জাতিকে রক্ষায় বিশ্বব্যাপী জনমত গড়ে তুলুন।
: কার্যকর কিছু করার জন্য অনেক সময় লাগবে। প্রজেক্ট প্রোপজালের জন্য প্রচুর পেপার ওয়ার্ক করতে হবে। অনেক অনেক কাজ।
: স্যার, ভাববেন না। আমি সব তৈরী করে এনেছি। স্যার, এই নিন পৌনে ছয়শো পাতার ডকুমেন্ট।
: বলো কি!
: স্যার, এখনে কনসেপ্ট পেপার, রিসার্চ রিপোর্ট, ডিটেইলস প্রজেক্ট প্রোপোজাল, বাজেট, প্ল্যান এন্ড ইমপ্লিমেন্ট স্ট্রাটেজি, তথ্য উপাত্তসহ দরকারি সবকিছু আছে।

সকাল দশটায় আবেদ সাহেবের ঘুম ভাঙল। রাতের কথা চিন্তা করে হাসলেন। ফ্রেশ হয়ে নাস্তা সারলেন। প্রতিদিনের মত এক মগ গরম ব্ল্যাক কফি নিয়ে কাজের টেবিলে বসলেন। দৈনিক পত্রিকাটা হাতে নিতেই পত্রিকার নিচে টেবিলে দেখলেন বাইন্ডিং করা মোটা এক ফাইল, কভার পেইজে নীল অক্ষরে বড় করে লিখা-
ভুত বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

SAVE VOOT SAVE BANGLADESH.

2 thoughts on “বাঁচাও

  1. ‘নিখিল বাংলাদেশ ভুতাধিকার আদায় ও বাস্তবায়ন পরিষদ’-এর বিপ্লবী সভাপতি।
    এছাড়া ভুত বাঁচাও আন্দোলনের সম্মানীত আহ্বায়ক।’ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।