পীর মুরিদী

তোমরা যারা আমার পীর,
আমার স্বপ্নকে ক্ষমা কর
অথবা
এটা নাই, ওটা নাই ওয়ালা
এতিমি বয়ান বন্ধ কর।
আমার আত্মা লুকিয়ে আছে
পরমাত্মার হাজতখানায়!
যেখানে বন্ধি হওয়ার স্বপ্ন নিয়ে
বড় হয়েছি আত্মা পর্যন্ত!

তোমরা যারা আমার মুরীদ,
সফর কর সিজদা দিতে
অথবা
বৃষ্টির কারিগর লিখিত ডায়েরী,
“নারী” পড়, পড়াও, লিখ, লিখাও।
উদয় অস্ত নিয়ে ব্যস্ত হওয়া
মোটেও তোমার কাজ নয়,
তোমার আলো দিয়ে
রাস্তাগুলো বিপদমুক্ত করে দাও।
ওপথ দিয়ে আমার পীর মুর্শিদরা হাটবে
স্বপ্ন নিয়ে, আত্মা হতে।

11 thoughts on “পীর মুরিদী

  1. জনাব, আমাকে বেশ ভালো লেগেছে। দোয়া করি আল্লাহ যেন ভালো রাখেন।

    1. সে আলোয় আলোকিত হোক পরমাত্মার কাছে যাওয়ার পথ।

  2. পরিবর্তনের কথা লিখেছেন। এটা ভালো হয়েছে।
    নিয়মিত লিখুন। এবারের লিখা কিন্তু বেশ খানিকটা বিশ্রামের পরে এলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. লিখা হয়, প্রকাশেই যত ভয়। কেউ যদি আবার বিব্রত হয়ে পড়ে।

    2. ভয় বা সংশয় দূরে রাখুন।
      মানুষের বা ব্লগারের মত প্রকাশের প্রতি শব্দনীড় সব সময়ই শ্রদ্ধাশীল। লিখুন।

  3. যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা প্রবন্ধ আকারে বললে আরো স্পষ্ট বুঝতে পারতাম।

    ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

    1. বড় বয়ান নিজের কাছেই ভালো লাগে না! পরামর্শ বুক পকেটে রাখলাম :)

  4. “আমার আত্মা লুকিয়ে আছে পরমাত্মার হাজতখানায়!”

    মেসেজপূর্ণ লিখায় শুভেচ্ছা জানাই।

    1. রশিদ সাহেব, রসপূর্ণ লাইন আবিষ্কারের জন্য ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।