রাতের আধারে হেটেছি সীমারেখা অবধি
আধারের ওপাশে নয়ন তুলেছি
অপেক্ষার প্রহর গুনেছি
নীলের মাঝে তারকা দেখেছি
ছুতে পারিনি, ক্লান্ত হয়েছি
ভোরের আলোয় আবার এসেছি।
2 thoughts on “তোমায় নিয়ে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
রাতের আধারে হেটেছি সীমারেখা অবধি
আধারের ওপাশে নয়ন তুলেছি
অপেক্ষার প্রহর গুনেছি
নীলের মাঝে তারকা দেখেছি
ছুতে পারিনি, ক্লান্ত হয়েছি
ভোরের আলোয় আবার এসেছি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা মি. রাসেল মিরাজ।
ধন্যবাদ ভাই সাথে থাকবার জন্য