অনেকটা পথ।সময় টুকু বেঁধে দেয়া। বেঁধে যাওয়া সময়ে অনেক কাজ,বহু স্বপ্ন ঝুলে থাকে।লেপটে থাকে বেশীটা দেয়ালে,দেয়ালে।
সেঁটে থাকা কিছু উঠে আসে না।মলিন হয় শুধু!
ঘষা’মাজা হলে পুরোনো গাড়ী রঙ করার মত।বোঝা যায়।রঙ করা যায় কখনও নতুনের মত মনে এলেও,
মত কথাটা জটিল শোনায়।
আমি কারও মত হতে পারিনি,পারিনি দেখেই,তুমি-আমি না।কিংবা আমার মতন,তুমি।
পাড়ের নৌকা থাকে যাত্রী অপেক্ষায়।
আমিও আছি,যুগ সময়ের স্বাক্ষী হয়েই আছি।
তোমার কিংবা পাড়ের অপেক্ষাতেই!!
5 thoughts on “অপেক্ষায় কাটে প্রহর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“পাড়ের নৌকা থাকে যাত্রী অপেক্ষায়।
আমিও আছি, যুগ সময়ের স্বাক্ষী হয়েই আছি।”
প্রতিক্ষীত প্রেমিকের অনুভূতি যেন ছুঁয়ে যায়! শুভেচ্ছা এবং শুভ কামনা আপনার জন্য।
ধেন্যবাদ আপনাকেও,,,,,,,,,,,যুগ যুগ ধরে পাশে থাকবেন
বেশ ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা জানবেন মি. রাসেল মিরাজ।