অপেক্ষায় কাটে প্রহর

অনেকটা পথ।সময় টুকু বেঁধে দেয়া। বেঁধে যাওয়া সময়ে অনেক কাজ,বহু স্বপ্ন ঝুলে থাকে।লেপটে থাকে বেশীটা দেয়ালে,দেয়ালে।
সেঁটে থাকা কিছু উঠে আসে না।মলিন হয় শুধু!
ঘষা’মাজা হলে পুরোনো গাড়ী রঙ করার মত।বোঝা যায়।রঙ করা যায় কখনও নতুনের মত মনে এলেও,
মত কথাটা জটিল শোনায়।
আমি কারও মত হতে পারিনি,পারিনি দেখেই,তুমি-আমি না।কিংবা আমার মতন,তুমি।
পাড়ের নৌকা থাকে যাত্রী অপেক্ষায়।
আমিও আছি,যুগ সময়ের স্বাক্ষী হয়েই আছি।
তোমার কিংবা পাড়ের অপেক্ষাতেই!!

রাসেল মিয়া সম্পর্কে

মোঃ মাসুদ পারভেজ মিয়া ( রাসেল )। রাসেল নামেই আমি বেশী পরিচিত এবং এটাতেই বেশী ভালোলাগে আমার। ছোট থেকেই লিখতে ভালো লাগে না আমার তাই কখনও চেষ্টাও করি নাই লেখক হবার। তবে লেখা পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন একা থাকি তখনই সবার লেখা পড়েই বেশীর ভাগ সময় কাটে। তবে গানও শুনি বিশেষ করে আধুনিক গান বেশী শুনি ... লেখা পড়া বেশী করতে পারি নাই ... বি এ কমপ্লিট করবার পরে মাথায় এক ধরনের ঝিঁঝিঁ পোকার আবাস স্থল তৈরি হয় যার কারনে পরবর্তী ধাপ অতিক্রম করা হয়নি। চেষ্টা করি সবার সাথে তাদের মত করে চলতে কিন্তু মানুষ বলে তো কথা; সবার মত হতে পারিনা। কারো থেকে ভালো আবার কারো থেকে অনেক খারাপ। এখন চিন্তায় আছি খারাপের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।

5 thoughts on “অপেক্ষায় কাটে প্রহর

  1. “পাড়ের নৌকা থাকে যাত্রী অপেক্ষায়।
    আমিও আছি, যুগ সময়ের স্বাক্ষী হয়েই আছি।”

    প্রতিক্ষীত প্রেমিকের অনুভূতি যেন ছুঁয়ে যায়! শুভেচ্ছা এবং শুভ কামনা আপনার জন্য।

    1. ধেন্যবাদ আপনাকেও,,,,,,,,,,,যুগ যুগ ধরে পাশে থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।