অমরণ ব্যস্ততা

ব্যস্ততায় বটবৃক্ষ হয়েছে !
সামনে ডালপালা ভাঙ্গবে কি
জানি না?
তবে চেষ্টা করছি ঠিক বর্ষার মতো
তবুও একদিন !
মেঘবিহীন বৃষ্টি ঝরবে,
এই প্রত্যয় অপেক্ষা করছে-
সবুজ অরণ্যসমূহের মৃদুল পাতা
আর অমরণ ব্যস্ততা।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “অমরণ ব্যস্ততা

  1. অমরণ ব্যস্ততায় সবুজ অরণ্যসমূহের মৃদুল পাতা উদ্ভাসিত হোক।
    শুভ সকাল মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।