ফুটন্ত গোলাপ

ফুটন্ত গোলাপের সাথে আচমকা ধাক্কায়
ছিন্নভিন্ন হয়ে গেল অনাচারের শপথ
আজন্ম পাপী, নষ্ট পথের পথিক
তার স্পর্শে সংবিৎ ফিরে পেলাম

আপাদমস্তক অবগুণ্ঠনের প্রেমে
আমার জীবন তাড়িত হলে
ধীরে ধীর পরিবর্তিত হতে থাকে
জীবনের পাড়, কোন অন্ধগলি
আঁটকে রেখেছিল আমার অতীত
ভাবতেই দেখি মূর্খ আত্মম্ভরিতায়
আচ্ছন্ন ছিলাম

ক্ষিয়তকাল পরে অবগুণ্ঠন অন্ধকারে পর্যবসিত হল
পুনরায় নিজেকে প্রতারিত মনে হয়
যে সম্ভাবনা আঁকড়ে ধরতে চেয়েছিলাম
উপলব্ধ সময়ে দেখলাম তা নিতান্তই মামুলি
পর্দা বা আড়ালের ওপারেই নন্দনকানন
এমন ভাবনা পোক্ত হতে না হতেই

নিজেকে পতনোন্মুখ পথ থেকে
সরিয়ে নিলাম… অবগুণ্ঠনের গোলাপ
অর্ধস্ফুটিত, প্রস্ফুটিত জীবনের সাথে
তাদের দেখা হয় না… জীবনের পাড়ে
পৌঁছানোর পূর্বেই তারা ঝরে পরে…

অবগুণ্ঠিত জীবনেও স্বস্তি আসুক
আলোর দেখা মিলুক এই কামনায়
আমিও গেয়ে উঠি বাকারীয় প্রশস্তি…

2 thoughts on “ফুটন্ত গোলাপ

  1. ফুটন্ত গোলাপের সাথে আচমকা ধাক্কায় আমার মতো পাঠকও আজ দিশেহারা।
    অসহায় বোধ করছি। সাহিত্যের সঠিক মূল্যায়ণ কি আজ এসে হচ্ছে। ইন্টারেস্টিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

  2. দারুণ লিখা। মূর্খ আত্মম্ভরিতায় আচ্ছন্ন ছিলা। ফুটন্ত গোলাপের সাথে আচমকা ধাক্কায় আমার মতো পাঠকও আজ দিশেহারা। অসহায় বোধ করছি। কথাগুলোর মূল্য দেওয়া কঠিন। ধন্যবাদ তাই লেখককে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।