কত পরাজয়ের চিহ্ন তোমার চোখেমুখে কত সংলাপ;
নিজেকে যতই লুকোও তবু দেখি।
আজন্মের সেই অনাদি কাল থেকে দেখে আসি।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
কত পরাজয়ের চিহ্ন তোমার চোখেমুখে কত সংলাপ;
নিজেকে যতই লুকোও তবু দেখি।
আজন্মের সেই অনাদি কাল থেকে দেখে আসি।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ বেশ! অনন্য পঙতিমালা!
কবির মঙ্গল হোক!


সরব উপস্থিতির জন্য অগনন শুভেচ্ছা প্রিয় কবি প্রবাল মালো।
জয়ের শুরুতো এখান থেকেই। নিজে হেরে সব্বাইকে জিতিয়ে দিয়ে যে সুখ পায় সেইতো প্রকৃত বিজয়ী।
বরাবরের মতো সত্যকে আপনি অতি সহজ করে বলেন মি. আনিস।
পঙ্কতি গুলোর সাথে ছবি মেলানোর চেষ্টা করলাম। এবং আমি বেশ মিল খুঁজে পেলাম। এত মিল-টিল খোঁজার পরে মনে হল – এত সুন্দর পরাবাস্তব লাইন গুলো!
মনটা খুশি হয়ে গেলো মি. আনু আনোয়ার। শুভ সকাল।
ভালো লাগে আপনার এমন ছোট ছোট কাব্যগাঁথার গূঢ়-গভীর তত্ত্বকথা।
এবার আরও খুশিও হলাম পাশাপাশি উৎসাহিতও হলাম প্রিয় কবি।
কথাগুলো ভালো লাগলো ভাই
আপনার কথা পড়ে আমারও ভালো লাগলো প্রিয় কবি মি. আমিন। ধন্যবাদ।
বেশ হয়েছে মুরুব্বী ভাই।
ভালো একটি লম্বা সময়ের পর আপনার উপস্থিতি পেলাম। বেশ।
ভুল হলে মন্তব্য মুছার কি কোন অপশন আছে?
মন্তব্য মুছে দেবার অপশন পাবেন নিজের ব্লগ পোস্টে। ভিন্ন পোস্টে নয়।
নিজের পোস্ট পেয়েছি। অন্য পোস্টে অনন্ত নিজের মন্তব্য মুছার অপশন থাকলে অনাকাঙ্ক্ষিত ভুল থেকে বেঁচে যেতাম।
হাহাহা। শব্দনীড় এর আর্থিক অবকাঠামো শক্ত হোক … সব পাবেন।