ব্লগবুক অণুলিখন ৫৭

কত পরাজয়ের চিহ্ন তোমার চোখেমুখে কত সংলাপ;
নিজেকে যতই লুকোও তবু দেখি।

আজন্মের সেই অনাদি কাল থেকে দেখে আসি।

__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

16 thoughts on “ব্লগবুক অণুলিখন ৫৭

  1. বেশ বেশ! অনন্য পঙতিমালা!

    কবির মঙ্গল হোক!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সরব উপস্থিতির জন্য অগনন শুভেচ্ছা প্রিয় কবি প্রবাল মালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. জয়ের শুরুতো এখান থেকেই। নিজে হেরে সব্বাইকে জিতিয়ে দিয়ে যে সুখ পায় সেইতো প্রকৃত বিজয়ী।

    1. বরাবরের মতো সত্যকে আপনি অতি সহজ করে বলেন মি. আনিস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. পঙ্কতি গুলোর সাথে ছবি মেলানোর চেষ্টা করলাম। এবং আমি বেশ মিল খুঁজে পেলাম। এত মিল-টিল খোঁজার পরে মনে হল – এত সুন্দর পরাবাস্তব লাইন গুলো!

    1. মনটা খুশি হয়ে গেলো মি. আনু আনোয়ার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ভালো লাগে আপনার এমন ছোট ছোট কাব্যগাঁথার গূঢ়-গভীর তত্ত্বকথা।

    1. এবার আরও খুশিও হলাম পাশাপাশি উৎসাহিতও হলাম প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আপনার কথা পড়ে আমারও ভালো লাগলো প্রিয় কবি মি. আমিন। ধন্যবাদ। :)

    1. ভালো একটি লম্বা সময়ের পর আপনার উপস্থিতি পেলাম। বেশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. মন্তব্য মুছে দেবার অপশন পাবেন নিজের ব্লগ পোস্টে। ভিন্ন পোস্টে নয়। :)

      1. নিজের পোস্ট পেয়েছি। অন্য পোস্টে অনন্ত নিজের মন্তব্য মুছার অপশন থাকলে অনাকাঙ্ক্ষিত ভুল থেকে বেঁচে যেতাম।

    2. হাহাহা। শব্দনীড় এর আর্থিক অবকাঠামো শক্ত হোক … সব পাবেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।