জীবনে সব বদলায়। এভাবেই বদলে যেতে যেতে সময়ও বদলে যায় …
আমাদের বদলে যাওয়া সময়ে আমরাই থাকি আমাদেরই সময়ের সাক্ষী।
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
আপনার পোস্টের ডান কলামে ফেসবুক লোগোতে ক্লিক করুন। ছড়িয়ে যাক বন্ধু আত্মীয়ের মাঝে আপনার সকল সৃষ্টি বা ভালোলাগা লিখা সমূহ। শব্দনীড় আপনার।
অশেষ মুগ্ধতা প্রিয় বন্ধু। চিরন্তন সত্যই লেখনির প্রকাশে উঠে এসেছে। রেটিং করলাম এবং শেয়ার বিষয়েও উৎসাহী হলাম। অভিনন্দন জানবেন।

ধন্যবাদ কবিবন্ধু রিয়া রিয়া। মন্তব্য এবং রেটিং এর জন্য শুভেচ্ছা আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
হৃ মুরুব্বী দা ঠিক জীবনের রঙ বদলায়
অনেক শুভেচ্ছা নিবেন———–
শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রিয় বাউল কবি। শুভ সকাল।
ফেসবুকে এমন মুগ্ধতা ছড়ানো ছবি এবং তার ক্যাপশন দেখে সবসময়ই আমি লেখাটির গভীরে হারিয়ে যাই। কেননা, চিত্রটির সাথে কথাটির চমৎকার মিল দেখে। বেশিরভাগ সময় ভাবি যে, এই ছবিগুলো আপনি কোথায় পান। আবার মাঝে মাঝে স্মৃতি বিজড়িত অনেক ছবি যেমন শৈশবের। এসব দেখলেই সম্মুখপানে শৈশবের স্বঘোষিত বীরত্বপনা ভেসে আসে নয়নপানে। আপনার এমন দ্যুতি ছড়ানো চিত্রশালা প্রকাশ অব্যাহত থাকুক পাঠকদের তরে…………
চমৎকার মন্তব্য মি. সাইদুর। আমি চাই; হয় ছবি কথা বলুক নাহয় কথা। দুটোর একটি সম্ভাবনা থাকলে সামনে পা বাড়িয়ে দিই; নয়তো নয়।
ইনশাআল্লাহ।
আপনার এমন অনেক অণুলিখন বিভিন্ন সময়ে আমার চোখে পড়েছে যা আমার কাছে চিরন্তন সত্য লিখন বলেই মনে হয়েছে। অণুলিখন নামক প্রকাশিতব্য পুস্তক এর অপেক্ষায় রইলাম। বিশেষ ভালোলাগা জানবেন প্রিয় শ্রদ্ধাভাজন।

হাহাহা মি. ইলহাম। আপনার পরামর্শ আমার পাথেয় হয়ে রইবে। ধন্যবাদ।