ব্লগবুক অণুলিখন ৭৫

জীবনে সব বদলায়। এভাবেই বদলে যেতে যেতে সময়ও বদলে যায় …
আমাদের বদলে যাওয়া সময়ে আমরাই থাকি আমাদেরই সময়ের সাক্ষী।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।


আপনার পোস্টের ডান কলামে ফেসবুক লোগোতে ক্লিক করুন। ছড়িয়ে যাক বন্ধু আত্মীয়ের মাঝে আপনার সকল সৃষ্টি বা ভালোলাগা লিখা সমূহ। শব্দনীড় আপনার।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

10 thoughts on “ব্লগবুক অণুলিখন ৭৫

  1. অশেষ মুগ্ধতা প্রিয় বন্ধু। চিরন্তন সত্যই লেখনির প্রকাশে উঠে এসেছে। রেটিং করলাম এবং শেয়ার বিষয়েও উৎসাহী হলাম। অভিনন্দন জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ কবিবন্ধু রিয়া রিয়া। মন্তব্য এবং রেটিং এর জন্য শুভেচ্ছা আপনাকে। :)

  2. হৃ মুরুব্বী দা ঠিক জীবনের রঙ বদলায়

    অনেক শুভেচ্ছা নিবেন———–

    1. শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রিয় বাউল কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. ফেসবুকে এমন মুগ্ধতা ছড়ানো ছবি এবং তার ক্যাপশন দেখে সবসময়ই আমি লেখাটির গভীরে হারিয়ে যাই। কেননা, চিত্রটির সাথে কথাটির চমৎকার মিল দেখে। বেশিরভাগ সময় ভাবি যে, এই ছবিগুলো আপনি কোথায় পান। আবার মাঝে মাঝে স্মৃতি বিজড়িত অনেক ছবি যেমন শৈশবের। এসব দেখলেই সম্মুখপানে শৈশবের স্বঘোষিত বীরত্বপনা ভেসে আসে নয়নপানে। আপনার এমন দ্যুতি ছড়ানো চিত্রশালা প্রকাশ অব্যাহত থাকুক পাঠকদের তরে…………

    1. চমৎকার মন্তব্য মি. সাইদুর। আমি চাই; হয় ছবি কথা বলুক নাহয় কথা। দুটোর একটি সম্ভাবনা থাকলে সামনে পা বাড়িয়ে দিই; নয়তো নয়।  :)

  4. আপনার এমন অনেক অণুলিখন বিভিন্ন সময়ে আমার চোখে পড়েছে যা আমার কাছে চিরন্তন সত্য লিখন বলেই মনে হয়েছে।  অণুলিখন নামক প্রকাশিতব্য পুস্তক  এর অপেক্ষায় রইলাম। বিশেষ ভালোলাগা জানবেন প্রিয় শ্রদ্ধাভাজন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. হাহাহা মি. ইলহাম। আপনার পরামর্শ আমার পাথেয় হয়ে রইবে। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।