মধ্য আশ্বিনে শাদা মেঘফুল ভরা
নীলচে আকাশটাকে কেন যেন
অপার্থিব মনে হতো সব সময়।
পরিত্যক্ত জমিদার বাড়ির
ভাংগা পুকুরঘাটে তখন
আড্ডা জমতো আমাদের।
তেমন এক সন্ধ্যায় পুকুর জলে
ঝলমলে চাঁদ দেখছিলাম আমরা,
উওরটা কি হবে তা জেনেও
নিরঞ্জনকে জিজ্ঞেস করলাম –
“কি তোর বেশী ভালো লাগে,
বিপাশা, না পূর্নিমার চাঁদ?”
ঈষৎ কপট দৃষ্টি ছুঁড়ে
নিরঞ্জনের ঠান্ডা উওর –
“চাঁদ তো কখনো অমাবশ্যার হয় নারে অরুণ
শুধু পূর্নিমারই,চাঁদের উপর একচ্ছত্র অধিকার।”
মধ্য আশ্বিনে শাদা মেঘফুল ভরা
নীলচে আকাশটাকে কেন যেন
অপার্থিব মনে হতো সব সময়।————
ধন্যবাদ…
নিরঞ্জনের না বলা কথাতেই আমাদের কথা আর অনুভব রয়ে যায়। শুভেচ্ছা মি. রোমেল।
ধন্যবাদ দাদা
অনবদ্য কথামালা
সুন্দর।
ধন্যবাদ দিদি
নিরঞ্জন'কে অনেক কালের চেনা মনে হলো।
নিরঞ্জন তো আমাদেরই লোক……
* কবির জন্যে শুভ কামনা…
ধন্যবাদ ভাই