নিরঞ্জনের না বলা কথা – ২০

মধ্য আশ্বিনে শাদা মেঘফুল ভরা
নীলচে আকাশটাকে কেন যেন
অপার্থিব মনে হতো সব সময়।

পরিত্যক্ত জমিদার বাড়ির
ভাংগা পুকুরঘাটে তখন
আড্ডা জমতো আমাদের।

তেমন এক সন্ধ্যায় পুকুর জলে
ঝলমলে চাঁদ দেখছিলাম আমরা,
উওরটা কি হবে তা জেনেও
নিরঞ্জনকে জিজ্ঞেস করলাম –
“কি তোর বেশী ভালো লাগে,
বিপাশা, না পূর্নিমার চাঁদ?”

ঈষৎ কপট দৃষ্টি ছুঁড়ে
নিরঞ্জনের ঠান্ডা উওর –
“চাঁদ তো কখনো অমাবশ্যার হয় নারে অরুণ
শুধু পূর্নিমারই,চাঁদের উপর একচ্ছত্র অধিকার।”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

12 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ২০

  1. মধ্য আশ্বিনে শাদা মেঘফুল ভরা
    নীলচে আকাশটাকে কেন যেন
    অপার্থিব মনে হতো সব সময়।————

  2. নিরঞ্জনের না বলা কথাতেই আমাদের কথা আর অনুভব রয়ে যায়। শুভেচ্ছা মি. রোমেল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।