শ্যামশাস্ত্র
নিজের হাতে নিয়ন্ত্রণ রেখে বীজগুলো ঢুকে যাচ্ছে
মাটিগর্ভে। যে দুপুর এই দৃশ্য দেখছে, তারা জানে
অন্ধ রাতের প্রাঙ্গণ সব সময় দখলে থাকে জোনাকি দলের।
বাকি পোকাগুলো কেবলই ঘুমায় নিজের আভা নির্মাণ করে।
মূলত মানুষের নিজস্ব কোনো আভা নেই। প্রকৃতির কাছ
থেকে ধার নেওয়া রং কিংবা আয়ু দিয়েই মানুষ লিখে
নিজস্ব শ্যামশাস্ত্র। কেউ কেউ সাজায় একান্তে রাধিকাবাগান।
সাধারণত সাজিয়ে রাখার যে নিয়মাবলি থাকে,
তা মেনে চলে বিজনের পোকারা। মানুষেরা কখনো
পাশ করতে পারে না সাজাবার পরীক্ষাপর্ব।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
ভাল লেখা
শুভেচ্ছা নিন কবি দা।
ভালো কবিতা।
…আয়ু দিয়েই মানুষ লিখে
নিজস্ব শ্যামশাস্ত্র। কেউ কেউ সাজায় একান্তে রাধিকাবাগান।
* অনুপম সুন্দর কবিতা…