ছড়াকার পুরস্কৃত

নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ-এর আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে সারাদিন কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট অডিটোরিয়ামে সারাবাংলা ছড়া উৎসব ও “আলোর ফুলকি” প্রকাশ। সুস্বাগতম। এই অনুষ্ঠানে ‘আলোর ফুলকি’ পত্রিকার পক্ষ থেকে রাজ্যের সাত বিশিষ্ট ছড়াশিল্পীকে “কবি কৃত্তিবাস সম্মাননা” প্রদান করা হবে। প্রতিবছর এই সম্মাননা প্রদানে আমরা সচেষ্ট হব। এবছর যাঁরা পাচ্ছেন :
১) কবি আশিসকুমার মুখোপাধ্যায়
২) কবি উৎপলকুমার ধারা
৩) কবি ইভা চক্রবর্তী
৪) কবি পার্থপ্রতিম আচার্য
৫) কবি গদাধর সরকার (মালিপাখি)
৬) কবি শংকর দেবনাথ
৭) কবি স্বপনকুমার বিজলী

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

17 thoughts on “ছড়াকার পুরস্কৃত

  1. আনন্দ সংবাদ। অভিনন্দন কবি কবি শংকর দেবনাথ। আমাদের সহ-ব্লগার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এই খবরে ভীষণ আনন্দিত হয়েছি।

    আপনার কয়েকটি মাত্র ছড়া পড়েছি। বিষয়বস্তু নির্বাচন, ফান করে ছড়ায় ছড়ায় কিছু মেসেজ দেয়া, বুননে আপনার মুন্সীয়ানা, আপনার ছন্দজ্ঞান সবকিছু আমাকে ভীষণ মুগ্ধ করেছে। এই পুরুষ্কারের খবরটি আমাকে জানিয়ে দিল আপনার লেখা নিয়ে আমার সুউচ্চ ধারণা সঠিক ছিল।

    অভিনন্দন প্রিয় কবি ! 

  3.  

    বাহ ! অভিনন্দন কবি কবি শংকর দেবনাথ। 

    আপনি সহ বাকী কবিদেরকেও শুভেচ্ছা। সাহিত্যের একটা স্বীকৃতি পেলে বেশ উৎসাহ যেমন বাড়ে দায়িত্বও বাড়ে। 

    আবারও শুভেচ্ছা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।