সমূলে উপড়ে আনো…
সমূলে উপড়ে আনো-
বিস্মৃতিতে ঢাকা স্ফটিক অতীত;
ধ্রুব সন্ধ্যারা-
এখনো অপেক্ষা করে বাঁকা নয়নে,
অধরা কটাক্ষে আঁকা স্মিত হাসিরা…
জোনাকির আসরে
রজনীগন্ধা মাখা জোছনা ঝরে-
এখনো অন্তর-আওরঙ্গ
সমুন্নত;
ভেসে আসে
পবিত্র বাতাস
কবিতা আবৃত্তির মত মৃদঙ্গ সুর
জলকেলিতে অরবিন্দ দোলে- বাজে নূপুর…
সুতরাং…
সমূলে উঠে আসুক দূর অতীত
প্রথম যৌবনের বিহঙ্গী লগন, চঞ্চলা গীত;
ধরে নাও- জানার কৌতূহল
জানতে চাই-
কিসের কান্তে সহস্র কবিতার পাণ্ডুলিপি পুড়ে হয়েছিলো ছাই!
অতীত কখনোই পিছু ছাড়বে না প্রিয়,,!
সে আসবে বার বার,, তবুও চলবে জীবন জীবনের মতো,!
অনেক ভালো লাগলো শ্রদ্ধেয়
ধন্যবাদ সুজন ভাই… ভালবাসা জানবেন
অসাধারণ একটি ক্লাসিক কবিতা। ভালো লাগে এমন কবিতা পড়তে। শুভেচ্ছা স্যার।
ভালো লেগেছে কবিতা । শুভেচ্ছা জানবেন কবি ।
দারুণ কবিতা। শুভেচ্ছা প্রিয় কবি দা।
দৃপ্ত কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সকাল।