সমূলে উপড়ে আনো…

সমূলে উপড়ে আনো…

সমূলে উপড়ে আনো-
বিস্মৃতিতে ঢাকা স্ফটিক অতীত;
ধ্রুব সন্ধ্যারা-
এখনো অপেক্ষা করে বাঁকা নয়নে,
অধরা কটাক্ষে আঁকা স্মিত হাসিরা…
জোনাকির আসরে
রজনীগন্ধা মাখা জোছনা ঝরে-
এখনো অন্তর-আওরঙ্গ
সমুন্নত;
ভেসে আসে
পবিত্র বাতাস
কবিতা আবৃত্তির মত মৃদঙ্গ সুর
জলকেলিতে অরবিন্দ দোলে- বাজে নূপুর…
সুতরাং…
সমূলে উঠে আসুক দূর অতীত
প্রথম যৌবনের বিহঙ্গী লগন, চঞ্চলা গীত;
ধরে নাও- জানার কৌতূহল
জানতে চাই-
কিসের কান্তে সহস্র কবিতার পাণ্ডুলিপি পুড়ে হয়েছিলো ছাই!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “সমূলে উপড়ে আনো…

  1. অতীত কখনোই পিছু ছাড়বে না প্রিয়,,!

    সে আসবে বার বার,, তবুও চলবে জীবন জীবনের মতো,!

    অনেক ভালো  লাগলো শ্রদ্ধেয়

  2. অসাধারণ একটি ক্লাসিক কবিতা। ভালো লাগে এমন কবিতা পড়তে। শুভেচ্ছা স্যার। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।