জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ারা
১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলি দিয়ে এমন একটি জাদুবর্গ তৈরি করা হয় যার যেকোনো কলাম বা সারির সংখ্যা তিনটির যোগফল হয় ১৫।
এই জাদু বর্গটি দেখেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। আর আমরা অনেকেই হয়তো বার বার চেষ্টা করেছি এটি মিলাতে। কেউ কেউ সফল হয়েছি, কেউ বা হইনি। যারা সফল হয়েছেন তাদের জানাই অভিনন্দন। আর যারা সফল হননি তাদের জন্য এই টপিক। একবার শুধু চোখ বুলিয়ে যান, দেখবেন আর কখনো ভুলবেননা এই নিয়ম। তাহলে নিচের ছবিগুলিতে দেখুন এবার, কি করে তৈরি করবেন ৩x৩ এর জাদুবর্গ।
তৈরি হয়ে গেলো আপনার ৩x৩ এর জাদুবর্গ।
এই একটা জাদুবর্গ ব্যবহার করে আপনি আরো আনেকগুলি জাদুবর্গ তৈরি করতে পারবেন। সামান্য বুদ্ধি খাটান।
আশাকরি ৩x৩ এর জাদুবর্গ তৈরি করতে আপনাদের আর কারো কোনো সমস্যা হবে না।
আজ এখানে দেখলেন কি করে তৈরি করতে হয় ৩x৩ এর জাদুবর্গ।
আগামীতে আরো বড় জাদুবর্গ তৈরির কৌশল নিয়ে হাজির হবো। ততো দিন ভালো থাকবেন সকলে।
ধন্যবাদ প্রিয় দস্যু ভাই। অংক আমার কাছে বিস্ময়ের বিস্ময় মনে হয়। ১ম ছকটি ভালো বুঝেছি। যেই না আপনি প্রক্রিয়া বোঝানোর অংকের প্রাথমিকে চলে গেলেন … আমি পড়লাম বিপদে। ছক দেখি, সংখ্যা দেখি, সমান সমান দেখি। উত্তর = বিপদ।
এক্কেবারে জলের মত পরিষ্কার বুঝতে পারি আপনার অনুভূতি স্যার।
ম্যাজিক স্কয়ার তৈরির কৌশল ভাল ভাবে শিখে নিলাম ছবি দা। গুড টিউটোরিয়াল।
কমসে কম একজনতো শিখতে পারলো।
অভিনন্দন আপনাকে।
ফ্যান্টাস্টিক মরুভূমি ভাই। ঝালাই করে নিলাম। অংক ধাঁধা সত্যকারের ম্যাজিক।
এর ইংরেজি নাম ম্যাজিক স্কয়ারা, বাংলায় বলি জাদুবর্গ। আসলে সবটাই গণিত, মজার গণিত। তবে অনেকেই এই ধরনের বর্গের নানা অলোকিক গুণাগুণে বিশ্বাস করে। সেটা আলাদা কাহিনী। আমার কাছে এমন নানান ধরনের জটিল সব ম্যাজিক স্কয়ারা বা জাদুবর্গ আছে।