কামিনী ঘাটে যাব আমরা বারবিকিউ করতে।
কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউই চিনি না কামিনী ঘাটে যাবার পথের হদিস। জানি না কি করে কামিনী ঘাটে যেতে হবে।
তবুও ইকবাল ভাইকে বারবার কল করে আর পথে দেখা হওয়া জেলেদের জিজ্ঞাসা করতে করতে এক সময় ঠিকই পৌঁছে যাই কামিনী ঘাট। ততক্ষণে অবশ্য দুপুর গড়িয়ে গেছে।
ট্রলার থেকে নেমেই আমরা কয়েকজন লেগে পড়ি আগুন জ্বালাবার কাজে, বাকিরা বসে যায় দুপুরের খানা খেতে। ভেজা মাটিতে কত কষ্ট করে যে আগুন ধরিয়েছি…
আজ কাহিনীর দ্বিতীয় অংশে তারই কয়েকটা ছবি দেখুন “বারবিকিউ ইন কামিনী ঘাট (প্রথম অংশ)” এরই মত উইথ ক্যাপশন।
আগামী পর্বে বাকি অংশ দেখার নিমন্ত্রণ রইলো।
বেশ বুঝতে পাচ্ছি খুবই আনন্দ করেছেন। বাংলায় কোটেশন গুলোন যদিও বা পড়তে কষ্ট হলো, তবে ফানি যে হবে সেটা অনুমান করে নিয়েছি ছবি দা। হৈ হট্টগোল আনন্দই হচ্ছে দুনিয়া। জীবন এখানেই।
এখানে ছবি অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যা্য় বলে ক্যাপশন গুলি পড়তে কষ্ট হচ্ছে। কিবোর্ডের কন্ট্রল বাটন চেপে ধরে মাউসের হুইল উপরের দিকে ঘুরালেই ছবি বড় হয়ে যাবে।
ঠিক বলেছেন, আনন্দই জীবনের মূল অংশ।
মাস্তি জিন্দাবাদ মরুভূমি ভাই।
জিন্দাবাদ… জিন্দাবাদ….
এটাকে গাইড হিসেবে নিয়ে আমরা বন্ধুরা কামিনি ঘাটে বিবিকিউ করতে যাব।
মজার পোস্ট ।
বেশ বেশ, আমাকে সঙ্গে নিয়েন।
* অনেক মজা!!!!!!
খুব মজা।