গুগল ‘প্লে সার্ভিস’ অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড সিস্টেম মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কোনও একসময় অপরের কাছে থাকা একটা ওয়ান ব্যান্ডের রেডিওর পেছনে দৌড়াইতাম। দৌড়াইতাম এই কারণে যে, ছোট একটা যান্ত্রিক বাক্স থেকে কী করে গান-বাজনার আওয়াজ হচ্ছে? তা শোনবার জন্যই স্কুলে যাবার আগে-পরে রেডিওর গান-বাজনা, খবর, নানারকম পণ্যসামগ্রীর অ্যাডভারট্রাইজার শুনতাম। ভালো লাগতো। মনে অনন্দ আর কৌতূহল জাগতো। আবার অনেক শিক্ষিত মানুষের হাতে ঘড়ি নামের সময় দেখানোর যন্ত্রটি দেখলে অবাক দৃষ্টিতে চেয়ে থাকতাম। আর মনে মনে স্বপ্নের জগতে মিশে যেতাম। স্বপ্ন দেখতাম, নিজেই একটা ঘড়ি রেডিও কিনে বন্ধুবান্ধব সাথে নিয়ে গান শুনছি।
ফেলে আসা সেই দিন অনেক পিছনে চলে গেলেও, বর্তমান ডিজিটাল জগতের মোবাইল ফোনে সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এই মোবাইল ফোন নিয়ে পৃথিবীর অন্যান্য দেশের কথা না বলে, আমার নিজের দেশের কথাই বলতে হয়। মোবাইল ফোন এখন বাংলার স্বল্পসংখ্যক মানুষ ছাড়া প্রায় মানুষেই ব্যবহার করে থাকে। তাও কমদামি মোবাইল নয়! বর্তমানে আমাদের দেশে ১ থেকে দেড় লাখ টাকা দামের মোবাইল ফোনও বাজারে পাওয়া যায়। সেসব নামীদামী মোবাইল অবশ্য ধনী ব্যক্তি এবং তাদের ছেলেপেলেরা ব্যবহার করে। আর যারা দিনে আনে দিনে খায়, তাদের হাতেও আজকাল ২০ থেকে ৪০-৫০ হাজার টাকার মোবাইল ফোনও দেখা যায়। তাও আবার অ্যান্ড্রয়েড ভার্সান।
আমি কোন অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ নই। তবে বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিনে সার্চ করলে অ্যান্ড্রয়েডের বিষয়ে অনেক তথ্যই পাওয়া যায়। আমিও এ বিষয়ে কিছু তথ্য গুগল থেকে সংগ্রহ করেছি। যা আপনাদের মাঝে শেয়ার করছি। শেয়ার করছি এই কারণে যে, গত কিছুদিন আগে আমার নিজের (hTc one E9plus) মোবাইল থেকে অজান্তে এবং অসাবধানতার কারণে গুগল ‘প্লে সার্ভিস’ আনইন্সটল হয়ে যায়। আনইন্সটল হবার পর সাথে সাথে মোবাইল ফোনটিতে কোনও প্রকার সমস্যা দেখা দেয়নি। প্রায় দুইমাস পর দেখা যায়, মোবাইল ফোনটি সময়সময় আপনা-আপনিই বন্ধ হয়ে যায়। যা আর সহজে চালু হতে চায় না।
এমতাবস্থায় আমি রীতিমত মাথা নষ্ট হবার পালায় পড়ে গেলাম। মোবাইল ফোনটি ত্রুটিমুক্ত করতে ফ্লাশ (Backup Rest) মেরে দিলাম। তারপর দেখা দেখা যায় যে, ইউটিউব, জিমেইল সহ গুগল পরিসেবার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে পড়েছি। যা আর কপাল কুটলেও আমার এই মোবাইলটিতে গুগুল ‘প্লে সার্ভিস’ আর চালু করতে পারবো না। এটি সম্পূর্ণ নিষ্ক্রয় হয়ে গেছে। শত চেষ্টা করেও গুগল ‘প্লে সার্ভিস’ অ্যাপ্লিকেশনটি আর চালু করতে পারছি না। হয়তো আমার এই মোবাইলটিতে আর কখনোই গুগল পরিষেবার এই অ্যাপ্লিকেশনটি আপডেট হবে না। তা না হোক তাতে আর কোনও দুঃখ নেই। তবে মনের ভেতরে ঠিকই জ্বালা আছে। আবার ভয়ও আছে। ভয় আছে অপরের জন্য। ভয় হয় এই কারণে যে, যদি কেউ অজান্তে, অসাবধানতায়, ভুলবশত শখের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি মুছে দেয়; তাহলে তো আমার মতনই শখের জিনিসটি নিয়ে মহা সমস্যায় জর্জরিত হয়ে পড়বে। এই কারণেই অপরের জন্য আমার যত ভয়!
তাহলে জেনে নেই অ্যান্ড্রয়েড কী এবং এর আবিষ্কারক কে?
জানা যায় “অ্যান্ড্রয়েড হলো বিশ্বক্ষ্যাত সার্চ ইন্জিন google কর্তৃক আবিষ্কৃত একটি স্বয়ংসম্পূর্ন অপারেটিং সিস্টেম।” যা বর্তমানে বিভিন্ন মোবাইল ডিভাইস ও ট্যাবলেট এ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
অ্যান্ড্রয়েড (Android) : অ্যান্ড্রয়েড হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। কম্পিউটারে যেমন উইন্ডোজ, উবুন্টু, লিনাক্স মিন্ট, ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তেমনি স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। উইন্ডোজের যেমন এক্সপি, ভিসতা, ৭ ও ৮ ইত্যাদি সংস্করণ রয়েছে, ঠিক তেমনি অ্যান্ড্রয়েডেরও বিভিন্ন সংস্করণ রয়েছে। যা বর্তমানে বিভিন্ন মোবাইল ডিভাইস ও ট্যাবলেট এ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
যাই হোক, যা হবার তো যুগের সাথে তাল মিলিয়েই হবে। সেই চিন্তাভাবনা না করে এবার মূল কথায় আসা যাক! কথা হলো, বর্তমানে যারা আধুনিক জগতের অ্যান্ড্রয়েড সিস্টেম স্মার্ট ফোন ব্যবহার করছেন, আপনার মোবাইল ফোনের সেটিং-এ থাকা অ্যাপ সেটিং-এ প্রবেশ করে অন্তত গুগল পরিসেবার এই প্লে সার্ভিস অ্যাপ্লিকেশনটি আনইন্সটল করবেন না বা মুছে ফেলবেন না। যদি করে থাকেন তো আমার মতনই ভাগ্যবরণ করতে হবে বলে আধা করি। সেইসাথে সবাই এই বিষয়টি মনে এবং মাথায় রাখবেন বলেও আশা করি।
তাই সময়মত (Google Play Services) আপডেট করুন (Google Play Services) কিন্তু মুছে ফেলবেন না। কেন-না, এই গুগল প্লে সার্ভিস অ্যান্ড্রয়েডের কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – ডেটা সিঙ্ক্রোনাইজেশন, নেটওয়ার্ক প্রমাণীকরণ, ডিভাইস নিরাপত্তা এবং আরও অনেক কিছু। যদি আপনি Gooogle Play পরিষেবাগুলি মুছে ফেলেন বা একটি সময়মত সময়মত আপডেট করেন, তাহলে স্বাভাবিকভাবেই অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করার সাথে আপনার কোন সমস্যা হতে পারে। যেমন আমার যা হয়েছে।
ধন্যবাদান্তে নিতাই বাবু।
ধন্যবাদ নিতাই বাবু। বর্তমানে মাইক্রো প্রযুক্তির বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মোবাইল যন্ত্র। আপনার বার্তা এবং সাবধানতা আমরা যারা ছোটখাটো এই যন্ত্রখানা ব্যবহার করছি তাদের উপকারে দেবে। নিশ্চয় এমন কিছু করবো না; যাতে কষ্ট পেতে হয়।
আমিও এটাই চাই যে, আমার মতন কেউ যেন এরকম ভুল না করে। আমি আজ প্রায় একমাস যাবত মোবাইলটা নিয়ে ভুগছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর হবে বলে আশাও নেই। নতুন একটা জোগার করতে হবে।
ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
সতর্ক হয়ে গেলাম নিতাই দা। কৃতজ্ঞতা।
আমি বুঝতে পারিনি শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। না বোঝার কারণেই আজ জাগায় জাগায় দৌড়াতে হচ্ছে। আমিও সতর্ক হয়ে গেলাম।
ভালো থাকবেন দাদা।
গুগল পরিসেবার প্লে সার্ভিস অ্যাপ্লিকেশন আনইন্সটল বা মুছে ফেলবো না দাদা।
মোবাইল থেকে এটি মুছে ফেললেই ওই মোবাইলে প্লে সার্ভিস আর ইনস্টল হবে না শ্রদ্ধেয় রিয়া দিদি। সতর্ক থাকবেন বলে আশা করি।
মনে থাকবে শতর্কবানী।
অবশ্যই মনে রাখতে হবে দাদা। নাহয় অনেক ঝামেলা পোহাতে হয়।