“নিঃশব্দ প্রেম”

ঢাকায় একুশের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে কাব্যগ্রন্থ “নিঃশব্দ প্রেম“।
বইটি প্রকাশ করছেন : স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান- “জলছবি”।

প্রবাসে থেকে দেশের বই মেলায় বই প্রকাশ করা সত্যিই দুরূহ ব্যাপার। এই কঠিন কাজটি সহজ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় জীবনের অগ্রজ সুহৃদ ও গণ মাধ্যম কর্মী “সিস নিউজ” অনলাইন পত্রিকার সম্পাদক জনাব আল মামুন। সার্বক্ষণিক অনুপ্রেরণা যুগিয়েছেন সুহৃদ আজাদ কাশ্মীর জামান ভাই।

বইটির সফল প্রকাশনায় অগ্রজ, অনুজ, শুভানুধ্যায়ী, বন্ধু সবার সুদৃষ্টি প্রত্যাশী।

10 thoughts on ““নিঃশব্দ প্রেম”

  1. অভিনন্দন প্রিয় কবি। কাব্যগ্রন্থ “নিঃশব্দ প্রেম“ এর সার্বিক সাফল্য কামনা করছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, কৃতজ্ঞ>>> https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

      বছরের শেষ ক’টা দিন আর শুরুর কিছুদিন একদম সময় পাইনি ব্লগে আসার। ক্ষমা সুন্দর দৃষ্টি পাব নিশ্চয়ই।

      শুভরাত্রি। 

  2. অভিনন্দনের সাথে শুভকামনাও রইল শ্রদ্ধেয় দিলওয়ার দাদা। সত্যি এটি একরকম সুসংবাদও বটে। শুনে খুবই খুশি হলাম শ্রদ্ধেয় দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।