ফাল্গুনি শুভেচ্ছা

ফাল্গুনি শুভেচ্ছা

প্রকৃতি সেজেছে আজ
নতুন করে,
মনে হয় ঋতুরাজ বসন্ত
এসেছে দুয়ারে।

কোকিলের কণ্ঠে কুহু কুহু
চারদিকে ফুলের ঘ্রাণ,
মনের মাঝেও বাজছে শুধু
ভালোবাসার গান।

কৃষ্ণচূড়া সেজেছে ফুলে ফুলে
সেজেছে গন্ধরাজ,
গাছেরাও সেজেছে নতুন সাজে
পহেলা ফাল্গুন আজ!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

9 thoughts on “ফাল্গুনি শুভেচ্ছা

    1. আফসোস থেকে যায়! এই ঋতুরাজ ফাল্গুন যদি প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি হতো, তাহলে আরও কত আনন্দ হতো। কিন্তু আজ পহেলা ফাল্গুন, ১৩ ফেব্রুয়ারি । আফসোস শুধু এখানেই! 

    1. আপনাকেও ফাল্গুনি শুভেচ্ছা। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। তাই আগাম বিশ্ব ভালোবাসা দিবসে এক নদী ভালোবাসাও থাকল দাদা।

    1. ঠিক আপনাকেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। তাই আগাম এক নদী ভালোবাসা। 

    1. ঠিক আপনাকেও শ্রদ্ধেয় দিদি। সাথে আগমনী বিশ্ব ভালোবাসা দিবসেরও।

  1. সুন্দর ছন্দময় উপস্থাপনা।

    কবিতার বিষয়বস্তু খুব ভালো।

    প্রিয়কবিকে প্রাণভরা ফাগুনের শুভেচ্ছা জানাই।

    সাথে থাকুন, পাশে রাখুন।

    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।