আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর তাবৎ উচ্চকিত ও নিরুচ্চার নারীদের ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা জানিয়ে …
উপোসী কুকুর পর্ব
সন্ধ্যেয় কানাগলির আবছা আলোগুলো জ্বলে উঠলে
আমার শস্তার লিপস্টিক মাখানো রক্তঠোঁট নিজেরই দাঁতের নীচে রেখে
অপেক্ষায় থাকি অফিস ছুটি হওয়ার স্রোত ছিটকে দু একজনের,
যে বাবুটি প্রায়ই হাল্কা দেশির গন্ধ মেখে ঢুকে আসে বিন্দাস
আগে সেই ঠিক এরকমই মায়ের ঘরে পরিযায়ী হতো,
বন্ধ দরজার ওপারের ছায়াছবি কল্পনার পর্দা ডিঙিয়ে আজ আমারও বিছানায়,
রোজই এখন সেই একই দেশি গন্ধের আঁশটে ছোঁয়ায় নিজেকে নগ্ন হতে দেখি;
রোবটের কাছে আমি ও মা দুজনেই বীর্যপাতের মেশিন মাত্র,
শেষরাতে গলিপথ জুড়ে আবছা আলো, উপোসী কুকুর আর
দেশি গন্ধের মাঝে শূন্যে ভাসে
আমার আর মায়ের নগ্ন রেপ্লিকা।
নন্দিত বা নিন্দিত শব্দের আলোয় অসম্ভব সম্ভব এক বাস্তবতার চলচ্চিত্র। গ্রেট সৌমিত্র।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আজকের দিনে বেশী ভালো থেকো।
এভাবেই কি বংশপরম্পরায় চলবে ? এখন তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন এনজিও গুলো কাজ করছে । তাদের মেয়েরা অন্তত এই দুষ্টচক্র থেকে বের হয়ে আসুক । নারীর মুক্তি তো শুধু জীবন কাটানো না। অন্ধকার থেকে আলোতে আসার ব্যবস্থা করা । ভালো লিখেছেন সৌমিত্র ।
গভীর মনযোগের শুভেচ্ছা বোন নাজমুন নাহার।
আপনার লেখা এবং ভাবনা ভীষণ প্রিয় লাগে।
ভালো লাগলো জেনে কবি বোন শাকিলা তুবা।
অসাধারণ মানের কবিতা। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ বোন সাজিয়া আফরিন।