প্রকৃতির ছবি, দেশের ছবি (ক্যানন ক্যামেরায় তোলা)

আমার_দেশ_আমার_অহংকার
ছুঁয়ে দিলেই স্নিগ্ধতা ঝরে পড়ে,
ধানের পাতায় পাতায় কেবল ভোরের শিশিরের খেলা
সাঁই সাঁই হাওয়া এসে কাঁপিয়ে দেয় ধানের শিষ’দের,
মুগ্ধতাগুলো এখানেই ঝরে পড়ে
আর আমার চোখে থাকে সেঁটে।

চোখের ক্যানভাসে এঁকে রাখি সবুজ রঙ প্রলেপে
আমার দেশের পতাকা,
এখানেই ধানেরা দুলে স্বাধীনতায়-সবুজের বুকে উঁকি দিয়ে,
আর সবুজ পাতার বুকে লাল ফড়িঙ উড়ে বসে স্বাধীনতায়,
ক্ষেতের আলে বসে, নাক টেনে শ্বাস নেই স্বস্তির।

২। #জিনিয়া_কাব্য
রঙ গোলাপী কন্যা’রে তুই-নাম কি তোর জিনিয়া
নিয়ে গেলি রঙ ছিনিয়ে-থাকি ক’ কি নিয়া,
সবুজ পাতার বিছনার উপর-রাণী সেজে বসে
যাচ্ছিস বুঝি অহম মনে-রূপের অংক কষে?
বল্ না আমায় ও জিনিয়া
ভাবছিস বসে তুই কি নিয়া?
যৌবন বয়স তাই বুঝি তাই-উছলে পড়ে রূপ তোর
ফুটে থাকিস রঙ দেখিয়ে-একলা তুই রোজ চুপ ভোর।
রূপ বিলাচ্ছিস অহম মনে-বুক ফুলিয়ে তুই কি?
তোকে দেখে হিংসায় মরে-লতানো ফুল পু্ঁই কি?
বল্ না আমায় ও জিনিয়া
মন নিবি কি মোর কিনিয়া?

৩। #শুনো_আমার_টিয়া_পাখি
রেগে গেলে আমায় নাকি-লাগে সুন্দর অতি
শুনে তোমার এমন কথা-হলাম প্রজাপতি।
প্রজাপতি মন যে আমার-উড়ে ঘুরে হাওয়ায়
দেখো তুমি মনোযোগে-বসে দখিন দাওয়ায়।
প্রজাপতি হতে হতে-মন হয়ে যায় পাখি
পাশে উড়তে মন বাড়িয়ে-যাচ্ছি তোমায় ডাকি!

৪। ভাঁটফুল_জীবন
ভাঁটফুলেরও কি ঘ্রাণ আছে! মিষ্টি কি তিতে!
তবুও মেঠোপথ জুড়ে ওরা সাদা আলো জ্বালিয়ে চোখ দেয় ধাঁধিয়ে
এখানেই যেনো গাঁথা আছে আমার জোনাক জ্বলা প্রহর,
ভেজা মাটির পথগুলোতে উঁকি মেরে মেরে ওরা চুপ দাঁড়িয়ে
সুন্দর বিলিয়ে ঝরে পড়ে পাপড়ি-লাল টুকটুকে ফল
পাতায় পাতায় বাসা বাঁধে জোনাক পোকার দল।

৫। ভালোবাসি_প্রভু_তোমার_সৃষ্টি
জল আয়নায় ক্লান্তি ছেড়ে দিয়ে আমি শান্তি কুঁড়াই
এই শহরের ইট সুড়কির পথে হাঁটলেই রোদ্দুর আমায় পুড়ায়-
খুব পুড়ায়-ঠিক দুপুর যখন!
আমি তখনো হেরে যাই না, ঝরা পাতায় চোখ রেখে মুগ্ধতা ছুঁই।
কষ্টগুলো ঝেড়ে ফেলে-গাছের ছায়ায় পথিক হই
আর আমার প্রভুর সৃষ্টির সুন্দর উপভোগ করি নি:শ্বাস টেনে।
এই যে চোখের আলো-আল্লাহ তোমার দান
দৃষ্টিতে দিয়েছো আলো-আর এই প্রকৃতি জুড়ে দিয়েছো মুগ্ধতার রঙ
কি করে বলো চোখ ফেরাই নিরস বদনে!
নীল আকাশ করে দাও কখনো বিবর্ণ
কখনো ভরে দাও নীলে
আবার কখনো শুভ্র মেঘেদের ছেড়ে দাও আকাশের বুকে!

৬। সূর্যমূখী নোস কি-রে তুই -যেনো সূর্যমূখী
হেসে থাকিস ঠাঁয় দাঁড়িয়ে-মুখটি করে সুখি।
হলুদ রঙের শাড়ি পরে-সেজে থাকিস হেসে
যায় না থাকা তোকে বাপু-ভালো’টা না বেসে।
খয়েরি টিপ কপালেতে-হলুদ চুড়ি হাতে
সূর্যমুখী কন্যারে তুই-ফুটিস কি রোজ প্রাতে?
নাম দিলাম তোর হলুদ কন্যা-হলুদ বরণ রঙে
থাকিস সেজে রোজ বিকেলে-চোখ বাঁকিয়ে ঢঙে।

৭। #এসো_বসি_সভ্যতা_ছুঁয়ে
দু’দন্ড শান্তি না হয় এখানেই পেয়ে যাই-
দৃষ্টিতে মুগ্ধতা না থাকলে সব রঙ বিবর্ণ ছাই,
বিকেল ছুঁয়ে চলো বসি শান বাঁধানো ঘাটে
জলে পা ডুবিয়ে-ছুটি দিয়ে সকল কর্ম পাঠে!
ব্যস্ততার নাও খানা দাও ডুবিয়ে দাও এবেলা
মুগ্ধ প্রহর আসে না হরপল-করো না অবহেলা।
মুগ্ধ হয়ে তাকাও
মনে এক লহমা সুখ আঁকাও
বন্ধ চোখে দেখো তুমি আমি ফিরে যাই সেই সভ্যতায়
এখানে নেই আমি তুমি-সেই সেই রাজকুমার তুমি
বেঁধে রেখেছো আমায় প্রেম সূতায়!

৮। #মুগ্ধতা_আনো_চোখে
এই যে ফুলটবে আগাছা ফুল ফুটে আছে
আহা এইটুকুনই আমার মুগ্ধতা
ওর কোনো ঘ্রাণ নেই-নেই রূপের আস্ফালন
ওর গায়ে মাখানো শুধু স্নিগ্ধ সজীবতা।

কি আর আছে জীবনে বলো-যদি না থাকে চোখে মুগ্ধতা
বিত্ত বৈভব ঠেলে আগানো পথ কতটা সুখকর হয়?
গায়ের ঘাম ঝরিয়ে,এক দুই আনা জমিয়ে-
ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে একাকার-
জীবনের সুখসময়, করে ক্ষয়।

৯। তুমি_আমি_গামারি_ফুল
পাতা নড়ে জলের ফোঁটায়-জলে ভাসে ফুলও
থাকলে তুমি পাশে আমার-হারাই না আর কূলও!
এই যে পাশে আছো ঘেঁষে-আমায় ছুঁয়ে ছুঁয়ে
আমায় ফেলে যাবে আরও-এখান’টাতে থুয়ে?
আমি তুমি গামারি ফুল-ফুটে থাকি পাশে
হলুদ রঙের বসন ভূষন-সবুজ পাতা হাসে।

১০। আবোল_তাবোল_ইচ্ছে
লাল ফড়িংয়ের দেশে লো-নীল ফড়িংয়ের দেশে
কে কে যাবি সঙ্গে আমার-আয় না হেসে হেসে লো
আয় না হেসে হেসে!
সবুজ ঘাসের ডগায় ডগায়-ফড়িং বসে রোদ পোহায়
বুনোফুলের ঘ্রাণে মাতাল-কি মায়াবী মোহ হায়…
যাই ভেসে যাই সুখে লো
আমি যাই সুখে যাই ভেসে।
এই যে আমার সোনার দেশে বৃক্ষ তরুর ছায়ায়
সুখাবেশে ধরে রাখে খুব মায়ায় লো
রাখে ধরে খুব মায়ায়।

22 thoughts on “প্রকৃতির ছবি, দেশের ছবি (ক্যানন ক্যামেরায় তোলা)

  1. মিসেস ছবি,
    আপনি ভালোই ছবি তোলেন। পিলাস;)

    অ.ট:(গতরাত থেকে সামুতে ঢুকতে পারছি না। কিছু জানেন?)

    1. জি জানি, একেবারে বন্ধ করে দিয়েছে। প্রক্সি দিয়েও ঢোকা যাবে না আর। তবে ফেবুতে একটা গ্রুপ খোলা হচ্ছে শীঘ্রই। এড হবেন আশাকরি । :( 

       

      ধন্যবাদ আপনাকে

  2. প্রজাপতি মন যে আমার-উড়ে ঘুরে হাওয়ায়
    দেখো তুমি মনোযোগে-বসে দখিন দাওয়ায়।
    প্রজাপতি হতে হতে-মন হয়ে যায় পাখি
    পাশে উড়তে মন বাড়িয়ে-যাচ্ছি তোমায় ডাকি!

    অসাধারণ এই মেঘ এই রোদ্দুর বু। আশা করবো ভালো ছিলেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জাজাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

       

      আপনিও ভালো আছেন নিশ্চুয়ই ভালো থাকুন এই কামনাই করি

      1. ধন্যবাদ প্রিয় সব্যসাচী এই মেঘ এই রোদ্দুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. প্রত্যেকটি ছবির সাথে জুড়ে দেয়া প্রত্যেকটি লেখাও অসাধারণ প্রিয় দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. পাঠ ও মন্তব্য ধন্য হলাম আপি। অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান। ভালো থাকুন সর্বদা :)

  4. অসাধারণ সব আলোকচিত্রের সাথে কবিতা। অনেকদিন পর আপনাকে পেলাম। :)

    1. সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া। সময়ের দোষ কিন্তু। তবে নিয়মিত হওয়ার চেষ্টায় আছি ইনশাআল্লাহ

      ভালো থাকুন ভালো রাখুন

  5. অভাবনীয় পোস্ট বোন এই মেঘ এই রোদ্দুর। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. অনেক ধন্যবাদ দাদা,,,, সাথে/পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন

  6. কবি, পাড়ে বটে,,,,,,,,মুগ্ধতা রেখে গেলাম,,,,,,,,,,,,,,

    1. ধন্যবাদ কবি। ভালো থাকুন শুভেচ্ছা সততhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ সাঈদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

  7. ছবি গুলো দেখে চোখ জুড়িয়ে গেলো। :)

    1. জাজাকিল্লাহ খাইরান আপি

      ভালো থাকুন সাথেই থাকুন

    1. জাজাকিল্লাহ খাইরান আপি

      ভালো থাকুন অনেক অনেক

  8. পোস্টের ছবি (মালেকীন), প্রকৃতির (দেশের) ছবি আর কবিতায় আঁকা ছবি কোনটা রেখে কোনটা নিয়ে বলবো ঠিক বুঝতে পারছিনা। মন্তব্যে পোস্ট সম্পর্কে আমার ভাবনার পুরো ছবি ফুটে উঠেবে কি না জানিনা তবুও বলি পোস্ট সুপার্ব !

    1. এত সুন্দর প্রেরণা উৎসা ভালো লাগার আবেশে মন ভরে যায়

      জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন সর্বদা

মন্তব্য প্রধান বন্ধ আছে।