যুগান্তরের শৃঙ্খল

তোমাকেই বলছি, ও- হে সভ্যতা
শুনে যাও,
শুনো হে অত্যাধুনিক, হে ডিজিটাল
যে পদধ্বনিতে তুমি জাগিয়েছ রব অন্তরায় তার নির্মমতা ভয়াল!
বীণার তার ছিন্ন করে ভেঙ্গেছ শিল্পের শৃঙ্খল
জানো কি তুমি? মর্মের আঘাতে মর্মের জখম, মানবাত্মা হয়েছে দখল।

তোমাকেই বলছি হে মহাকাল
অধরে তোমার অন্ধকার তমাল, অন্তরে নগ্নতা
বিশুদ্ধ মিথ্যা আর বুলি আওড়াতে প্রমাণ করেছ নিপুণ দক্ষতা!
কি …অনবদ্য চারু কারু
প্রশান্ত জলাশয় শুকিয়ে বুকের চাতালে জাগিয়েছ মরু;
যেখানে কালের সুর জাগানিয়া ঝর্ণা বয় নিরবধি
তুমি সভ্য হতেই বেদনা বিদূর কান্নায় ঘুমরে উঠে জোছনা তিথি।

দেখো…… উদ্ভাসিত সোনালী সকাল
দেখো পাখি, ফুল, নদী , আর মানুষের বিশাল হৃদয়!
তোমাকেই বলছি হে- যুগান্তরের শৃঙ্খল
দেখো আমার বুকে বয়ে যাওয়া ঝর্ণা নিরবধি
দেখো শরতের মেঘ, কাশের স্নিগ্ধ চুম্বন
দেখো কেমন করে গাহি গান
আগুন গহ্বরে বসে হাসি চিরন্তন অম্লান!

বলতে পারো-
কেন আজ ধন্য আমি?
কারণ বিষের পেয়ালায় বিশ্বাসের চরণ চুম্বী;
মরণ যেখানে ভীত, সন্ত্রস্ত! বিদগ্ধ আত্মা স্পর্শে
আমি সেখানে নিঃসংকোচে গিয়েছি ভেসে
কষ্টের গ্লানি কপোলে মেখে চিনেছি দুঃখের বিভাবরী
দেখো…
হাসতে হাসতে কেমন করে বরন করি প্রতি মুহূর্তের মরণ শর্ব্বরী।

.
৩০/৯/১৯

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “যুগান্তরের শৃঙ্খল

  1. দেখো আমার বুকে বয়ে যাওয়া ঝর্ণা নিরবধি
    দেখো শরতের মেঘ, কাশের স্নিগ্ধ চুম্বন
    দেখো কেমন করে গাহি গান
    আগুন গহ্বরে বসে হাসি চিরন্তন অম্লান! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শৃঙ্খল ভেঙ্গে বেড়িয়ে আসতে চাই কবি দাউদ ভাই।  

  3. যুগান্তরের শৃঙ্খল। (বাড়তি কথা জুড়লাম না। কেননা প্রতি-মন্তব্য পাব কিনা জানি না)

মন্তব্য প্রধান বন্ধ আছে।