জেব্রা ক্রসিং

– কথা হয়ে গেছে? তাহলে যাই।
– কথা সব শেষ হয়! এমনকি শেষ কথার পরেও কিছু কথা থেকে যায়।
– কথা যত ছিল সেই অপার্থিব সন্ধ্যেয় একে একে ভাসিয়েছি জলে; তখন কথায় সৌরশক্তি, তখন কথায় জীবনমুখী গান।
– এমনকি রেগিস্তানের তাপ বিকিরণ করা বালির আলেঢালেও কথার তরঙ্গ উছলে ওঠে অনিবার; কথা শেষ হলে মাথার ওপরে শকুনির ঝাঁক, দূরে শ্বাপদের ফসফরাস চোখ।
– কতদিন হলো বিবাহবাসর শতরঞ্জি পেতে চোখচুরি খেলেনি! কতদিন! এখন সুগন্ধির আড়ালে রাসায়নিক গন্ধের নকল নির্যাস।
– ভালোলাগা আঙুলের টুকিটাকি কথা, তেল চকচকে নাকের আগায় স্ফূরিত কথা, গোলাপগন্ধী ঠোঁটের না বলা কথাসব কোন আশ্রয়ে গেল? শরনার্থী কথারা এখন কি সুখে আছে খুব?
– সুখ! সে তো কবেই ভূমিহীন রাতের নৈস্বরী আলোয়। আজ শুধু এপাশে ওপাশে উঁচুনিচু রাস্তার মাঝে একা পড়ে আছে একফালি বিবর্ণ জেব্রাক্রসিং।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

18 thoughts on “জেব্রা ক্রসিং

  1. সুখ! সে তো কবেই ভূমিহীন রাতের নৈস্বরী আলোয়। আজ শুধু এপাশে ওপাশে উঁচুনিচু রাস্তার মাঝে একা পড়ে আছে একফালি বিবর্ণ জেব্রাক্রসিং।

    শেষ কথার পরও কথা কিন্তু থেকেই যায়! আপনার কবিতাখানা লিখেছেনও কোমল মনের মুগ্ধতায়।      

  2. সুখ! সে তো কবেই ভূমিহীন রাতের নৈস্বরী আলোয়। আজ শুধু এপাশে ওপাশে উঁচুনিচু রাস্তার মাঝে একা পড়ে আছে একফালি বিবর্ণ জেব্রাক্রসিং। অসাধারণ কবি সৌমিত্র দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অনন্য সাধারণ তোমার কল্পনাশক্তি কবি সৌমিত্র চক্রবর্তী। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. ভালোবাসা প্রিয় ভালাবাসাজন প্রিয় ভাইয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আজকের লিখাটি বিশেষ ভালো হয়েছে কবি সৌমিত্র দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. সুখ! সে তো কবেই ভূমিহীন রাতের নৈস্বরী আলোয়। আজ শুধু এপাশে ওপাশে উঁচুনিচু রাস্তার মাঝে একা পড়ে আছে একফালি বিবর্ণ জেব্রাক্রসিং।

     

    * মন ছুঁয়ে গেল, প্রিয় কবি দা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. "ভালোলাগা আঙুলের টুকিটাকি কথা, তেল চকচকে নাকের আগায় স্ফূরিত কথা, গোলাপগন্ধী ঠোঁটের না বলা কথাসব কোন আশ্রয়ে গেল? শরনার্থী কথারা এখন কি সুখে আছে খুব?"

     

    দারুণ উপমা রাজি  ।চমৎকার বুনন ।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।