ইঁটের শহর

ইঁটের গাঁথুনিতে গড়া শহর
তপ্ত পিচঢালা পথ,
চারদিক ঘেরা বহুতল ভবন
যান্ত্রিক শব্দে জনপথ!

পথের ধারে ময়লার স্তুপ
বাতাসে বয়ে দুর্গন্ধ,
বৃষ্টিতে ভিজে দূষিত পরিবেশ
শহরবাসীর দম বন্ধ!

চৈত্রের কাঠফাটা রোদের তাপে
পথে উড়ে ধূলিকণা
দূষিত পরিবেশ দূষিত বায়ুতে
শহর পরিপূর্ণ ষোলআনা।

ইঁট- কাঠে গড়া শহরে আজ
নদীর কান্না শুনি,
কাঁদে গাছগাছালি কাঁদে পাখি
শুনি ধ্বংসের জয়ধ্বনি!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

16 thoughts on “ইঁটের শহর

  1. ইট পাথরের বদ্ধ এই নগর যেন একেকটা গ্যাস চেম্বার। শুনি ধ্বংসের জয়ধ্বনি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ঠিকই বলেছেন, শ্রদ্ধেয় দাদা। এসব বিষাক্ত গ্যাসের আগুনে শুধু আমরা শহরবাসীই জ্বলেপুড়ে মরছি না, মরছে গাছগাছালি পশুপাখিও। 

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শুভকামনা থাকলো            

  2. দূষিত পরিবেশ দূষিত বায়ুতে
    শহর পরিপূর্ণ ষোলআনা। এক্সাক্টলি কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধেয় কবি দিদি।         

  3. বাস্তবতা। আমাদের আশেপাশের দৈনন্দিন জীবন যেখানে বাধা। :(

    1. সব যেন থমকে দাঁড়ায়! বিশুদ্ধ পরিবেশ নেই, নিরাপদ সড়ক নেই। তবুও আমাদের ব্যাস্ততার মাঝে জীবন চলা।    

      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধেয় কবি সুমন দাদা।                

  4. এই দৃশ্য খুব অচেনা নয়। খুব চেনা। নিত্যদিনের শহর সঙ্গী।

    1. আগে যেরকম ছিল, এখন আরও ভয়াবহ রূপধারণ করেছে, শ্রদ্ধেয় কবি রিয়া দিদি। 

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।            

  5. যেদিকে তাকাই কেবলই দেখি যান্ত্রিকতা যন্ত্র যন্ত্রণা। ইট পাথরের জঞ্জাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. এর মাঝেই খোলা ডাস্টবিন থেকে ভেসে আসা বিশ্রী দুর্গন্ধ! মুহূর্তেই হয়ে যায় দম বন্ধ! 

      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।            

    1. তা আর দেখা হয়ে ওঠে না, শ্রদ্ধেয় কবি তুবা দিদি। নাকে রুমাল চেপেও শহরের রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। 

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।           

  6. সুন্দর উপস্থাপনা। ইঁট, কাঠ ও পাথরে গড়া অভিশপ্ত শহরের বুকে কবির জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যানজট আর আবর্জনার স্তূপে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। কবিতাপাঠে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইলো প্রিয়কবির জন্য। জয়গুরু!

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় প্রকৃতি প্রেমী কবি দাদা। আশা করি ভালো থাকবেন।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।