হিজড়াবৃত্তি

আমরা আমাদের স্বতন্ত্র ভাবনা গুলোকে হত্যা করছি স্বৈর নীতির কষাঘাতে।
স্বপ্নগুলো বিক্রি করা হয়েছে সে-ই কবে;
বাস্তবে
আমরা বন্দি হয়ে আছি জন্ম জন্মান্তর। … তবে
কেউ কেউ বেঁচে আছে
বিকৃত রুচিবোধের কাছে নিজেকে বিক্রি করে!
না না আমি একদমই বেশ্যালয়ের কথা বলছি না।
বেশ্যালয় তো সেখানে চলে
যেখানে পুরুষ হয়ে উঠে আরাধ্য
আমরাতো অনেক আগেই মেনে নিয়েছি নিজেদের হিজড়া রূপ!…

অ পুরুষ
আর অ নারীতে
জন্ম নিচ্ছে আমাদের বিকলাঙ্গ প্রজন্ম!…
তবুও খবর আসে
এক পুরুষে পুড়ছে অজস্র আত্মা
যারা পুষে রেখেছে তাদের স্বতন্ত্র সত্তা।

.
// দাউদুল ইসলাম। ১৩.১১.১৯

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “হিজড়াবৃত্তি

  1. অ পুরুষ
    আর অ নারীতে
    জন্ম নিচ্ছে আমাদের বিকলাঙ্গ প্রজন্ম!

    এই অভিশাপ থেকে আমাদের জাতীয় জীবনের মুক্তি কবে আমরা বোধকরি জানি না। :(

  2. অনেকদিন পর কবিতায় আপনাকে ভীষণ সিরিয়াস মনো হলো দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. এক পুরুষে পুড়ছে অজস্র আত্মা
    যারা পুষে রেখেছে তাদের স্বতন্ত্র সত্তা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. অ পুরুষ
    আর অ নারীতে
    জন্ম নিচ্ছে আমাদের বিকলাঙ্গ প্রজন্ম!…

    ঠিক তা-ই হচ্ছে বোধকরি! মেনে নিলাম শ্রদ্ধেয় কবি। নিরন্তর শুভেচ্ছা সহ শুভকামনা।      

  5. আমাদের স্বতন্ত্র ভাবনা গুলোকে হত্যা করছি স্বৈর নীতির কষাঘাতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।