পাউরুটি ও অন্যান্য

পাউরুটি
=====
যে পাউরুটির নাগাল পায়নি পৃথিবীর কোন প্রাণি,
ক্রমশ তার গায়ে জমে ওঠা ছত্রাক ও বুদবুদ
সেই সাথে তার শরীরে সবুজের আচ্ছাদন যা দেখতে অসুন্দর।
সেও জানান দেয় এই ধরাধামে,
আমি আছি ,আমি আছি।

ইচ্ছা
====
আমার খুব ইচ্ছে করে শেষ শীতের সকালে তুমি আমি
আর ঝকঝকে গরম কফির পেয়ালা…….
নিস্তেজ চোখ , নির্বাক কণ্ঠ , নিস্তরঙ্গ মস্তিষ্ক আর নিঃশব্দ চারপাশ
তোমার হাতখানি ধরে আমি রোদপিঠ করে বসে আছি…….
দুষ্টু প্রজাপ্রতিগুলো সেই মুহুর্তে আমাদের চারপাশে কেবলি ঘুরছে ।
কে জানে অন্য কিছু দেখার আশায় হয়তো
অকারণ ছোটাছুটি বারে বার!
চলো না হয় অন্য কিছু করি………

কবিতা না ছবিতা
==========
হৃদয়ের আকাশে আঁকা যে পিক্সেল
সেগুলি কবিতা না ছবিতা
আজকাল ধরতে কষ্ট হয়।
কিছু বোধ আর অনুভূতি হারিয়ে গেছে…..।
তোমাকে ভালোবাসাবাসির মাঝে।
সব হারিয়ে যাক অসুবিধা নেই শুধু তুমি থাকো।

18 thoughts on “পাউরুটি ও অন্যান্য

  1. কবিতা গুচ্ছ পড়লাম মি. ইসিয়াক। অভিনন্দন সহ শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো মুরুব্বী ।
      যেখানে থাকুন ভালো থাকুন। সুস্থ থাকুন।
      সুপ্রভাত

  2. অভিনন্দন কবি ইসিয়াক ভাই। যতটুকু বুঝলাম, আপনাকে আর শব্দনীড়ে নিয়মিত পাওয়া যাবে না। তারপরও আপনার কবিতা পড়ার ইচ্ছে প্রকাশ করলাম। :)

    1. দয়া করে আমাকে ভুল বুঝবেনা ভাইয়া ।
      আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত ।
      শুভকামনা রইলো।

  3. সুন্দর কয়েকটি কবিতা। শুভেচ্ছা নেবেন প্রিয় কবি দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।