বর্ষঃ অভ্যর্থনা ও বিসর্জন

অপগত বেলার বিভাজন,
মুলত একটি আরোপিত ধারনা মাত্র।
অনন্ত অনাদি অদৃশ্য মহাকাল,
এমনই একটি সমাপন।
যার বিভাজন ঘটানো কখনই সম্ভব নয়।
অতীতের অস্তিত্ব প্রতীয়মান হয়
আমাদের বর্তমান ভাবনায়।
সময়ান্তর মূলত বিভিন্ন ঘটনা প্রবাহের
মাঝখানে একটা যতিচ্ছেদ মাত্র।

তবু মানুষের সুখ, দুঃখ আনন্দ আদর,
পাওয়া না পাওয়ার হাস্য বেদনার।
খেরো খাতায় হিসাব মেলানোর প্রচেষ্টায়,
বিদায় ২০১৯।

হোক ভালো কিছু মানব এবং মানবতার তরে ,
দূর হোক যত পাপ পঙ্কিলতা।
দূরান্তর থাক হতাশার অমানিশা।
ছুঁয়ে যাক সকলের তরে স্নেহ আর ভালোবাসা।
শুভকামনায় ও শুভেচ্ছায় জানাই অভ্যর্থনা ২০২০।

ভুলে যাই ভুলে যাই যত দ্বিধা ভেদ,
বুকে তুলে নেই যত বিষণ্ণতা ও ক্লেদ ।
পঙ্কে ফুটে ওঠে সুশোভন কমলিনী,
মানুষের ভালোবাসায় সেই পদ্মিনী।

10 thoughts on “বর্ষঃ অভ্যর্থনা ও বিসর্জন

  1. ছুঁয়ে যাক সকলের তরে স্নেহ আর ভালোবাসা।
    শুভকামনায় ও শুভেচ্ছায় জানাই অভ্যর্থনা ২০২০।

    ঠিক এই কথাটাই আপনার মতো করে আমিও বলতে চাই কবি ইসিয়াক ভাই। :)

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া্ ।
      শুভ নববর্ষ।

  2. মানুষের সুখ,দুঃখ আনন্দ আদর,
    পাওয়া না পাওয়ার হাস্য বেদনার।
    খেরো খাতায় হিসাব মেলানোর প্রচেষ্টায়,
    বিদায় ২০১৯। 

    অনেক সুন্দর করে বলেছেন কবি ইসিয়াক ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি দাদা।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।