পৌষমাসে টুসু পূজা…….. টুসুর বন্দনা লোকগান দ্বিতীয় খণ্ড প্রথম পর্ব

পৌষমাসে টুসু পূজা…….. টুসুর বন্দনা লোকগান
দ্বিতীয় খণ্ড- প্রথম পর্ব।

তথ্য সংগ্রহ ও সম্পাদনা আর সম্পাদকীয় কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

কথিত আছে টুসু একমাস বাপের ঘরে আর এগারো মাস শ্বশুর ঘরে থাকে। কৃষক কুড়মির শুধু পৌষমাসে ধান খামারে থাকে। আর মাঘের পয়লা দিনেই হালচার করে জমির ঈশান কোনে স্থাপন করা হয় ধান বীজ, আষাঢ়ে “পাঁচগাছি” করা হয় জমির উত্তর-পূর্ব তথা ‘ঈশান’ কোনে৷
সেই পাঁচগাছি ধান “ডিনি আনা” হয় সমস্ত পাকা ধান কেটে আনার পর অগ্রহায়ণ সংক্রান্তি বা ছোটো মকরে৷
সেই ডিনি’র ধান নিয়ে স্থাপিত হয় “টুসু”৷ টুসু এত বড় একটা পরব বা পর্ব৷

টুসু পরব কুড়মিদের গুরুত্বপূর্ণ একটি বড় পরব..কারণ কুড়মিরা হচ্ছে কৃষিজীবী আর সেই কারণে কুড়মিদের সকল পরব হচ্ছে কৃষিভিত্তিক আর টুসু পরব যে কৃষিভিত্তিক তা আমরা সহজেই বুঝতে পারছি কেননা

1) টুসু পাতা(স্থাপনা) হয় অগ্রহায়ন মাসের(কুড়মালিতে মাইসর মাস)শেষে খেতের সমস্ত ধান খামারে আনার পর৷
2) ঘরের দিরখাতে মাটির সরাতে মেয়েরা কিছু ধান রেখে টুসু পাতে আর সারা পৌষ মাস চলে টুসুর আরাধনা৷
3) ধান মাড়াই এর কাজ শেষ হওয়ার পর পৌষ মাসের শেষে সেই সরার ধানকে(আরাধ্য টুসু) চৌড়লে চাপিয়ে নদীর জলে বিসর্জন করা হয়৷
তাহলে দেখা যাচ্ছে টুসু এখানে ধানকেই বলা হচ্ছে। টুসু কখনও মাটির পুতুল নয় বা কাগজের পুতুল হিসাবে দেখা উচিত নয়৷

কারন কুড়মিদের কোনো দেব-দেবীর মাটির মূর্তি নেই আর এই টুসুর আরাধনা বা স্থাপনার জন্য কোন মন্দিরের দরকার হয় না। চাষীর ক্ষেত থেকে খামার আর খামার থেকে ঘরেই টুসুর বাস..তাই তো টুসু এই কৃষিজীবী কুড়মিদের কখনও মা আর কখনও মেয়ে৷ কিন্তু ধানকেই যদি এই কুড়মি কৃষিজীবিরা টুসু হিসাবে আরাধনা করে তাহলে তাঁকে জলে বিসর্জন কেন? কেননা ধানের বংশবৃদ্ধি হয় তখনি যখন জলের স্পর্শে আসে, তাই তো টুসুকে জলে বিসর্জন দেয়৷

আমরাকে ভাবতে হবে সেই ধান চাষের আবিষ্কারের সমকালীন সময়ের ঘটনা যখন সেই কৃষিজীবী মানুষের কথা যারা প্রকৃতির কাছ থেকে ধানের বীজ আরোহন করে কৃষি করত৷ কিন্তু তখন তাঁরা জানত না ধানবীজ সংরক্ষনের৷ তাই তাঁরা প্রকৃতির কাছ থেকেই ধানবীজ আরোহন করে কৃষি করত। আর এই কারণেই তাঁরা পরিপুষ্ট ধানের মধ্যে কিছু ধান সেই প্রকৃতিকেই ফেরত দিত৷ সকলেই আনুষ্ঠানিক ভাবে জলে বিসর্জন দিত এই আশাই তাঁরা যেন পরবর্তী বছরেও চাষের জন্য বীজধান পায়৷

টুসু “তুষ”শব্দ থেকে কখনও আসে নি কারন তুষ শব্দটি কুড়মালি শব্দ নয়। তুষকে কুড়মালিতে বলে ভুসা। কুড়মালিতে “টুসটুইসা” শব্দটি থেকে টুসু শব্দ আসাটাই স্বাভাবিক, কারন “টুসটুইসা” শব্দের বাংলা অর্থ হলো পরিপূর্ণ। কুড়মালিতে¬ টুসু শব্দের সাথে সম্মন্ধযুক্ত আর একটি শব্দ হলো ঠুসল। এই ঠুসল শব্দের অর্থ হলো পরিপূর্ণ। তাই টুসু শব্দের অর্থ হচ্ছে “পরিপূর্ণ ধান”, যা বংশবৃদ্ধি করতে সক্ষম। পরিশেষে বলা যায় টুসু হচ্ছে এমন এক শক্তি যে শক্তির দ্বারা কৃষিজীবি সহ সমগ্র মানবজাতির শক্তির সঞ্চার হয়।

তাই এই টুসুর পূজা তথা বিসর্জন করে যারা তাঁরাই কৃষির আবিষ্কর্তা-কুড়মি কৃষিজীবি।

তথ্য সূত্র:-ওয়েস্ট বেঙ্গল কুড়মালি একডেমি
লিখা:-বিপ্লব মাহাত ও ভূপেন মাহাত।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

10 thoughts on “পৌষমাসে টুসু পূজা…….. টুসুর বন্দনা লোকগান দ্বিতীয় খণ্ড প্রথম পর্ব

  1. তথ্য সংগ্রহ ও সম্পাদনা সহ সম্পাদকীয় কলমের মি. লক্ষ্মণ ভাণ্ডারী'কে অভিনন্দন। :)

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম।
      নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই।
      জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      সাথে থাকবেন। জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      সাথে থাকবেন। জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      সাথে থাকবেন। জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      সাথে থাকবেন। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।