পদ্মাবতীর হিম

শিল্পময় ছন্দে কুয়াশারা নামছে,
নিরানন্দ নারীর হিম কাতর বুকে
ঘুট ঘুটে অন্ধকার ভেদ করে
অশরীর আত্মায় ঝেঁকে বসে তামাম অবিশ্বাস!
আঁধারের ছেয়েও গহীন
মলিন কষ্টের কালি মেখে নির্মম একাকীত্ব
ভোগ করে অনন্ত জীবনের একান্ত মুহূর্ত!

চিলেকোঠার কার্নিশে
জুবু থুবু কবুতরের বিনিদ্র রাত
বিস্রস্ত দীর্ঘশ্বাসে হাবু ডুবু খায়
স্বপ্ন উন্মাদ বাকবাকুম ডাক।
একা!
সেও আজ একা,
হিম কাতর ডানায় উষ্ণতা শূন্য কষ্টের ছাপ।

বিমূর্ত চোখে নিষ্প্রতিভ বিষাদ,
ডেকে দেয় পদ্মাবতীর প্রমত্ততা
বুকের উপত্যকায়
ভিড় করে দুঃখের তিক্ততা; রুদ্ধ যৌবন
পরিশুদ্ধ কামনা
অস্থির স্তনে প্রেমিকের দুর্লঙ্ঘ্য চুম্বন!
অপূর্ণতায়
হারায় যেন জন্ম জন্মান্তরের সমস্ত আয়োজন।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

14 thoughts on “পদ্মাবতীর হিম

  1. আপনার কবিতায় সেই পরিপক্কতাই লক্ষ্য করলাম। যেমনটা আগে লক্ষ্য করতাম। অভিনন্দন কবি দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1.  

       আপনি নিঃসন্দেহে প্রাজ্ঞ কবি ও অভিজ্ঞ শিল্পী- আমাকে আশীর্বাদ করবেন।

      আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানুন প্রিয় সুমন ভাই
      কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. অস্থির অপূর্ণতায়
    হারায় যেন জন্ম জন্মান্তরের সমস্ত আয়োজন।
    অসামান্য প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1.  

       

         সালাম ও  শ্রদ্ধা গ্রহন করুন স্যার।
         আপনার উপস্থিতিতে অনুপ্রাণিত  হলাম , দোয়া ও শুভেচ্ছা জানবেন।

       

         দৃঢ় হোক ভালোবাসা     https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. মলিন কষ্টের কালি মেখে নির্মম একাকীত্ব
    ভোগ করে অনন্ত জীবনের একান্ত মুহূর্ত!

    খু্বি সুন্দর লেখা কবিতা। শুভেচ্ছা নেবেন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।