অতিথি পাখি ও আমরা

বিবেকহীন জিহ্বা বড় বেশী খোঁজে
সুস্বাদু মাংসের স্বাদ
সাথে সস, তন্দুর, সালাদ ও অন্যান্য।

হাজার মাইল বেয়ে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা
অসহায় পাখিগুলো আসে এই চরাচরে
একটু আশ্রয়ের খোঁজে।
একটু উষ্ণতার লোভে।
বাঁচার তাগিদে।

আশ্রয়প্রার্থীর রক্ষক হয়ে ভক্ষক আমরা সুযোগসন্ধানী।
পারিনি তোমাদের রক্ষা করতে,
বরং করেছি উদোর পূর্তি
নানা ব্যঞ্জনে।
রকমারী সাজসজ্জায়।

চরম নির্লজ্জতায় বেহায়াপনার দৃষ্টান্ত হিসাবে
তার ছবি পোষ্ট করছি ফেসবুক আর টুইটারে।

যা মানুষ হিসাবে চরম লজ্জার ও
বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে চূড়ান্ত বিবেকহীনতার পরিচয়।

12 thoughts on “অতিথি পাখি ও আমরা

  1. দারুন শব্দছন্দে ফুটিয়ে তুললেন অসাধারণ বাস্তবতা প্রিয় কবি। “ আশ্রয়প্রার্থীর রক্ষক হয়ে ভক্ষক আমরা সুযোগসন্ধানী ”। আমাদের সবার এগিয়ে আসা উচিত বন্যপ্রাণী রক্ষার এই জয়গানে। আমাদের পরিবেশ, প্রকৃতি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এবং মানুষের মধ্যে মানবিকতা জাগ্রত হোক।

  2. বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে চূড়ান্ত বিবেকহীনতার পরিচয় তো আমরা অহরহই দিয়ে চলেছি মি. ইসিয়াক। আমাদের মানবতা অদৃশ্য হয়েছে আমাদের মগজ থেকে। :(

  3. খুবই বাস্তবসম্মত একটি কবিতা।

    কথা গুলো যে কতটা সত্য, সেটা আমাদের হাওর বাওর এলাকার মানুষ মাত্রই জানেন। :(

  4. শীতকালে সাইবেরিয়া থেকে হাজার মাইল উড়ে আসা পাখিদের আমরা অতিথি মানতে শিখেছি শুধু কথায়, আদতে আমরা ওদেরও মাংশভোজী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  5. বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে চূড়ান্ত বিবেকহীনতার পরিচয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।