ফুলে ফুলে বনতল,
সুবাসিত দিন।
ছেড়া ছেড়া মেঘে ছাওয়া,
আকাশটা নীল।
রঙিন হাওয়ায় উড়ছে পালক,
উড়ছে স্বপ্নগুলো।
ফাগুন হাওয়ায় মনমাতাল,
ভাবনা এলোমেলো।
নিস্তব্ধ চরাচর,
উদাস দুপুর।
মেঘবালিকা হেঁটে চলে,
পায়েতে নুপুর ।
অচিন পাখি গাইছে গান
বাজছে হওয়ায় সুর ।
স্বপ্ন ছোঁয়া দিনটি আজ
অপ্রতিম মধুর ।
মনোমুগ্ধকর উপস্থাপন, প্রিয় শুভ কামনা অহর্নিশি।
স্বপ্নছোঁয়া কবিতা পড়ে মন ছুঁয়ে গেল! শ্রদ্ধেয় কবি দাদার জন্য শুভকামনা।
সুন্দর আবেগ আর সেই আবেগ থেকে সুন্দর কবিতা।
অভিন্দন কবি মি. ইসিয়াক।