আকাশের লজ্জাহীন নগ্ন ক্যানভাসে,
চলে আঁকি বুকি।
প্রতি দুপুর রাত্রি ভোরে।
মেঘমালা তুলি স্পর্শে ছুঁয়ে যায়,
আর ফুটে ওঠে প্রতি মুহুর্তের নানা ব্যঞ্জণের
প্রেমের বিমূর্ত চিত্র।
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
টুপটাপ ঝরে পড়ুক
ফুলরাশি জলকণা সম…….
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী।
আমি চেয়ে থাকি শুধু তোমার ওই মুখপানে।
তুমি দেখো আমায় মুগ্ধ নয়নে।
অন্যকাজে মন দিয়ে কাজ নেই আর।
শুধু তুমি আর আমি এক নিঃশ্বাস পরিমান কাছে
বসে থাকি হাতে হাত ধরে।
অনন্যসাধারণ লিখনী ।
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
সুন্দর কাব্য ভাবনা ….


মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী। এমনটাই তো চাই কবি ইসিয়াক। শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ!… ্লিখার মান দিন দিন বাড়ছে। শুভ কামনা