হৃদয়ের গভীর থেকে উঠে আসা,
শব্দগুলো যখন,
খাতার পাতায় একত্রিত সমাবেশে,
কবিতা হয়ে ফোটে।
ঠিক তখনই তুমি এসে,
হাজির হও আমার সামনে।
কিশোরী কন্যার মতো
বেনী দুলিয়ে।
সলাজ নয়নে,নত মাথায়।
আড়ে আড়ে চেয়ে দেখো
অদেখা কোন সুন্দরকে।
তুমি কবিতা না প্রেমিকা?
আমি মেলাতে পারিনা কিছুতেই।
অসাধারণ! মুগ্ধতা রেখে গেলাম।
বরাবরের মতো পরিপাটি কবিতা। শুভেচ্ছা কবি মি. ইসিয়াক। আজকে প্রথম পাতায় ক'জন লিখক তাদের পোস্টে আপনার মন্তব্য পেয়েছে ভীষণ জানতে ইচ্ছে করছে।